Cricket NewsIPL League

ব্র্যাভোর আইপিএল কী তাহলে শেষ!

কুঁচকির চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন  ব্র্যাভো। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। গতরাতে আইপিএলের ৩৪ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার সময় চোট পান ব্র্যাভো।

ব্র্যাভোর চোট  নিয়ে ফ্লেমিং বলেন, ‘ব্র্যাভোর কুঁচকিতে সমস্যা হয়েছে। চোটের কারণে গতকালের ম্যাচের শেষ ওভারটিতে করতে পারেননি ব্র্যাভো। এজন্য সে খুবই হতাশও। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে আপতত বুঝতে পারছি, দুই সপ্তাহের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্র্যাভোকে।’

চোটের  কারণে ইতোমধ্যে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবেনশ্বর কুমার ও মিচেল মার্শ, দিল্লির পেসার ইশান্ত শর্মা ও লেগ স্পিনার অমিত মিশ্র এবং কলকাতার পেসার আলী খান। ব্র্যাভোকে হারিয়ে এবার বিপদেই পড়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করে লীগ টেবিলে ৬ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে অফে যোগ্যতা অর্জন করার রাস্তা তাদের কাছে বেশ কঠিন। এই পরিস্থিতিতে ব্র্যাভোর এরকম চোট সত্যিই চিন্তার কারণ চেন্নাই শিবিরে। আগামী ২ সপ্তাহ হয়তো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ব্র্যাভো চোটের জন্য আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতেও খেলতে পারেননি। এবার আবার চোট পেলেন। এই পরিস্থিতিতে ব্র্যাভোর জায়গায় চেন্নাই সুপার কিংস আগামী ম্যাচগুলোতে কোন বিদেশীকে খেলাতে পারে সেটা মূলত দেখার বিষয়। আর সেরকম কাউকে না পেলে আগামী ম্যাচগুলো সিএসকের কাছে বেশ কঠিন হয়ে  উঠবে।

আরও পড়ুন

Back to top button