Cricket NewsIPL League

মরুশহরে কী মাঠে দেখা যাবে ক্রিস গেইলকে? কী জানা গেল?

আইপিএল ও কিংস ইলেভেন পাঞ্জাবের সমর্থকদের জন্য খুশির খবর। প্রথম এগারোয় ফেরার সম্ভাবনা রয়েছে ইউনিভির্সাল বস ক্রিস গেইলের।
মরুশহরে আইপিএল ২০২০ চলাকালীন খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ইউনিভার্সাল বস। খাদ্যে বিষক্রিয়ার কারণে গেইলকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। পাঁচ ম্যাচে পাঞ্জাব জার্সিতে ডাগআউট থাকার পর অবশেষে সুস্থ হয়ে মাঠে ফিরতে চলেছেন গেইল।
কিংস ইলেভেন দলের সূত্রে জানা গিয়েছে গেইল পুরোপুরি সুস্থ। ফলে বৃহস্পতিবার থেকে মরুশহরের আইপিএল ১৩-তে গেইল ঝড় দেখা যেতে পারে। তবে তিনি যে ফার্স্ট ইলেভেন থাকবেনই সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না।
গেইলের এই প্রত্যাবর্তন ম্যাচটি শারজায় রয়েছে। ফলে গেইলের ব্যাটে মরুঝড় দেখার প্রত্যাশায় ক্রিকেট সমর্থকদের মনে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত প্রথম এগারোয় ক্যারিবিয়ান তারকাকে দেখা যায় কী না, আর দেখা গেলেও তাঁর ব্যাট থেকে ছক্কার ফুলঝুরি আমরা দেখতে পাব না সেটাই দেখার।

আরও পড়ুন

Back to top button