চেন্নাই সুতপার কিংসের কাছে হেরে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিদায়ে ফলে নিষ্প্রভ হয়ে গেলো ক্রিস গেইলের বিস্ফোরক ব্যাটিং। যেদিন থেকে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তিনি বাউন্ডারি ও ওভারবাউন্ডারির সাহায্যে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। কিন্তু পাঞ্জাব ছিটকে যাওয়ায় দর্শকরা গেইল ঝড় মিস করবেন। তাই বিদায় নিলেও তার সব সমর্থকদের বিশেষ বার্তা দিলেন এই উইন্ডিজ তারকা ক্রিকেটার।
Plz continue to watch @IPL even though my season has come to an end. Thank you 😊 #UniverseBoss
— Chris Gayle (@henrygayle) November 2, 2020
টুইটারে গেইল লিখেছেন, ‘দয়া করে আইপিএল দেখতে থাকুন, যদিও আমার মরশুম শেষ হয়ে গেছে। ধন্যবাদ।’ সত্যিই বিনোদন দিয়ে গেছেন গেইল। প্রথম সাত ম্যাচ দলের বাইরে ছিলেন। আর গেইলের আগমনে পুরোপুরি পাল্টে যায় পাঞ্জাব।
সাত ম্যাচ খেলে ৪১.১৪ গড়ে ২৮৮ রান করেছেন। তিনটি হাফসেঞ্চুরিসহ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছিল ৯৯ রানের অসাধারণ ইনিংস। ৬৩ বলে ৯৯ রান করে দলকে জেতাতে না পারলেও গেইল ঝড়ে মুগদ্ধ হয়েছিলেলন সবাই। যদিও শেষ যাচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৯ বলে ১২ রান করেন তিনি। সেই ম্যাচে গেইল যদি ভাল রান করতেন এবং চেন্নাইকে যদি পাঞ্জাব হারাতো তারা প্লে-অফে কোয়ালিফাই করত।
এই বছর আইপিএল থেকে পাঞ্জাব ছিটকে যাওয়ায় আরো এক বছরের অপেক্ষায় রয়েছেন পাঞ্জাবের ভক্তরা।
