Connect with us

Cricket News

Virat Kohli: “গ্রেট ক্রিকেটাররা এমন খারাপ সময়ের মধ্য দিয়ে যান!” দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন ডুপ্লেসিস

Advertisement

ব্যাট হাতে যেন ২২ গজে দাঁড়াতেই ভুলে গেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলমান রত আইপিএলের আসলে তার ব্যর্থ ইনিংস ইতিমধ্যে দৃষ্টিকটু হয়েছে ক্রিকেটপ্রেমীদের চোখে। তাইতো সোশ্যাল মিডিয়ায় বিরাট বিরোধী স্লোগান উঠেছে। কেউ কেউ বিরাট কোহলিকে বিশ্রাম নেওওয়ার পরামর্শ দিচ্ছেন তো কেউ আবার ক্রিকেট থেকে অবসর জানানোর পরামর্শ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির পাশে দাঁড়ালেন ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

এদিন রাজস্থান ম্যাচের পর ফাফ ডু প্লেসিস বলেন, “আমরা ব্যাটিং লাইন-আপে পরিবর্তন এনেছিলাম। ভেবেছিলাম ইতিবাচক খেলা হবে। বিরাট কোহলি চিন্তামুক্ত ভাবে রান করতে পারবেন। তবে কোনো পরিকল্পনা সফল হয়নি আমাদের। আমরা এও জানি, কোহলিকে খোলসের মধ্যে রাখা যাবে না। গ্রেট প্লেয়াররা এরকম দশার মধ্যে দিয়ে যায়। আমরা চেয়েছিলাম যে, ও যেন ,সাইডলাইনে বসে ম্যাচের কথা না ভাবে। সোজা মাঠে নেমে খেলবে। এতে ওর আত্মবিশ্বাস বাড়বে।”

যদিও বিরাট কোহলির পাশে দলনায়ক দাঁড়িয়ে থাকলেও আসন্ন দিনে ভারতীয় দলের প্রথম একাদশে বিরাট কোহলির জায়গা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ধারাবাহিক ব্যর্থ পারফরম্যান্স চলতে থাকলে আসন্ন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরাট কোহলিকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ইতিমধ্যে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে আইপিএলের মেগা আসরে খেলে ফেলেছেন ৯টি ম্যাচ। যার মধ্যে ৫ ইনিংসে দশের গণ্ডি পার করতে পারেননি বিরাট কোহলি। চলতি আইপিএলে ৯ ইনিংসে কোহলি ১৪ গড়ে মাত্র ১২৮ রান করেছেন বিরাট কোহলি।

Advertisement

#Trending

More in Cricket News