সোশ্যাল মিডিয়ায় সৌন্দর্য্যের ঝড় তুলছেন এই ক্রিকেটারের স্ত্রী

মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বর্তমানে আইপিএল ২০২০-তে ব্যস্ত রয়েছেন। দলের হয়ে বেশ ভাল পারফরম্যান্স করতেও দেখা যাচ্ছে তাঁকে। অন্যদিকে, হার্দিকের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী নাতাশা স্টানকোভিচ ইনস্টাগ্রামে তার ছবির মাধ্যমে সকলকে মুগ্ধ করছেন।
বুধবার নাতাশা তার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছিলেন, প্রথম ছবিতে তিনি হালকা রঙের ডটেড মিনি পোষাক পরেছেন, যা স্বল্প হাতা এবং কোনও দেবদূতের চেয়ে কম দেখাছিল না তাকে। দ্বিতীয় ছবিতে তাকে একই পোশাকে দেখা গেলেও এখানে তিনি একা নন, তাঁর কুকুরও তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন। প্রথম ছবির কমেন্টে হার্দিক আবার একটি লাভ ইমোজি দিয়েছেন।
প্রত্যেকেই বলিউড অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করছেন। লক্ষণীয় বিষয় হল, হার্দিক প্যান্ডিয়া বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন, আর তাঁর বাগদত্তা নাতাশা তাঁকে মুম্বইয়ে মিস করছেন। নতাশা প্রায়শই একটি থ্রোব্যাক ছবির মাধ্যমে তার প্রেম প্রকাশ করেন। তবে শুধু নাতাশাই নন, হার্দিক পান্ডিয়া তাঁর স্ত্রী ও ছেলের ছবি সহ টুইটারে পোস্ট করেছেন সম্প্রতি। ক্যাপশনে লেখেন মাই চিয়ার স্কোয়াড।