Connect with us

Cricket News

IPL 2022: প্লে অফের ক’টি ম্যাচ ইডেন গার্ডেন্সে? ফাইনালই বা কোথায়? জেনে নিন পুরো তথ্য

Advertisement

না না করে আইপিএলের গ্রুপ পর্যায়ে ২২ ম্যাচ অতিবাহিত হয়েছে। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ২৩ রানে পরাজিত করে আইপিএলের পয়েন্ট টেবিলে খাতা খুলেছে চেন্নাই সুপার কিংস। করোনা পরিস্থিতির কথা ভেবে এবার আইপিএলের খেলা গুলি মহারাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একাধিক বাধ্যবাধকতায় অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগের পঞ্চদশ তম আসর। এমন পরিস্থিতিতে নিয়মে কিছুটা পরিবর্তন আনতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইতিপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যমের মান্যতা অনুযায়ী জানা গিয়েছিল, মহারাষ্ট্রের বাইরে আইপিএলের কিছু ম্যাচের আয়োজন করার পরিকল্পনা করেছে বিসিসিআই। জানা গেছে, প্লে-অফের একাধিক ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইডেন গার্ডেন্সে। এখনও পর্যন্ত যা খবর, আইপিএল-এর একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ আয়োজিত হতে পারে ক্রিকেটের নন্দন কাননে। ফাইনাল এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবল। দেশে করোনা পরিস্থিতির অবনতি না ঘটলে এই সিদ্ধান্ত নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় সাহা।

সূত্রের আরো খবর, বিভিন্ন গ্রাউন্ডে খেলার আয়োজন করলে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি পাবে কিনা সে বিষয় রয়েছে একাধিক প্রশ্ন। গত ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছিল ইডেনে। শেষ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছিল। যদিও সেটা সীমিত সংখ্যক। এখন আইপিএল-এর প্লে-অফ ম্যাচ দেখার অনুমতি সাধারণ মানুষ পায় কিনা সেটাই দেখার। বর্তমানে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোতে এক-তৃতীয়াংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট গ্রাউন্ড এর পরিসীমা বাড়লে আইপিএলের জৌলুস আরো বাড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদি এমনটা হয় তাহলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের পর আবার আলোকোজ্জ্বল হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স।

Advertisement

#Trending

More in Cricket News