Connect with us

Cricket News

T20 World Cup 2022: ‘আমি নির্বাচক হলে t20 WC কার্তিককে দলে জায়গা দিতাম’, হরভজন সিং

Advertisement

চলতি আইপিএলে যেন দীনেশ কার্তিক-এ মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। দীনেশ কার্তিক তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্মে রয়েছে চলতি বিশ্বকাপে। তার আভাস ইতিমধ্যে পেয়ে গেছে ক্রিকেটপ্রেমীরা। চলতি বছর আইপিএলের মেগা আসরে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে ৭টি অপরাজিত ইনিংস সহ ৪টি জয়সূচক ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক। এক কথায়, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ফিনিশার হিসেবে যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয়েছেন দীনেশ কার্তিক।

এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় একাদশে দীনেশ কার্তিকের জায়গা হবে কি না সে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ক্রিকেট বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে একাধিক যুক্তিতর্কের মধ্যদিয়ে সময় কাটাচ্ছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং অবশ্য এ বিষয়ে পরিষ্কার সার্টিফিকেট দিয়েই দিলেন। তিনি এদিন ক্রিকেট সম্পর্কিত এক আলোচনা সভায় সরাসরি বলেন, “আমি যদি নির্বাচক হতাম তবে অবশ্যই দীনেশ কার্তিককে আবার ভারতীয় দলে জায়গা দিতাম। বর্তমান সময়ে ও দুর্দান্ত ফর্মে রয়েছে। সেই সুযোগটি কাজে লাগাতাম। ভারতীয় দলে যদি বর্তমান সময়ে দুজন সেরা ফিনিশার খুঁজে নিতে বলা হয় তবে সেই তালিকায় হার্দিক পান্ডিয়ার সাথে রয়েছেন দীনেশ কার্তিক।”

তিনি আরো বলেন,”এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, দিনেশ কার্তিককে দলে নিয়ে সুবিধা পাবে ভারত। ম্যাচের ১৫-১৬ ওভারে ব্যাটিং করতে নেমে একাই খেলার প্রেক্ষাপট ঘুরিয়ে দিতে সক্ষম দীনেশ কার্তিক। তাই অবশ্যই পারফরমেন্সের নিরিখে ফিনিশার হিসেবে ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত দীনেশ কার্তিকের।”

আপনাদের জানিয়ে রাখি, দীনেশ কার্তিক প্রসঙ্গে প্রথম মুখ খুলে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি সরাসরি জানিয়ে ছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্মেন্সের ভিত্তিতে অবশ্যই দীনেশ কার্তিকের জায়গা হওয়া উচিত। উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে ভারতের জন্য দারুণ কার্যকরী প্রমাণিত হতে পারেন তিনি।’

Advertisement

#Trending

More in Cricket News