Cricket NewsIPL League

আইপিএলের ফাইনাল দুবাইতে

আইপিএল ২০২০’র ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। বিসিসিআইয়ের ঘোষণা অনুযায়ী আগামী ১০ নভেম্বর দুবাইতে হবে আইপিএলের শিরোপা নির্ধারক ম্যাচটি।

শুধুমাত্র ফাইনালটাই নয়, আগামী ৫ নভেম্বর কোয়ালিফায়ার ১ এর ম্যাচও খেলা হবে দুবাইতেই। আগামী ৬ ও ৮ নভেম্বর এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২ এর ম্যাচ খেলা হবে আবু ধাবিতে। আইপিএলের গ্ৰুপ পর্বের ম্যাচের মতনই কোয়ালিফায়ার ১, এলিমিনেটর ১ ও কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল ম্যাচের সময় ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ থেকে।

আইপিএল ছাড়া ওমেন্স টি-২০ চ্যালেঞ্জের তৃতীয় এডিশন খেলা হবে শারজাতে।

আগামী ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই ম্যাচগুলো খেলা হবে।

আরও পড়ুন

Back to top button