টসে জিতে প্রথমে বল করবে কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএল-২০২০ এর দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছি কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন অধিনায়ক কে এল রাহুল। পাঞ্জাবের গত দুই মরশুমের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে এবার খেলতে দেখা যাবে দিল্লির জার্সি গায়ে। দুটি দলের কাছেই এখন পর্যন্ত আইপিএল ট্রফি অধরা। এবার নতুনভাবে শুরু করতে চাইবে দুটি দলই যাতে সেই আগের রেকর্ড এর পুনরাবৃত্তি না হয়।
গত মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন কে এল রাহুল এবারও তিনি তার সেই ফ্রম বজায় রাখতে চাইবেন। তবে এবার আবার তার কাঁধে রয়েছে অধিনায়ক এর গুরু দায়িত্ব। মরসুমের প্রথম ম্যাচে পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল ক্রিস গেইল এর পরিবর্তে নিকোলাস পুরান কে দলে নিয়েছেন। অপরদিকে দিল্লি ক্যাপিটালস অজিঙ্কা রাহানে রবিচন্দ্রন অশ্বিন সহ আরো বেশ কয়েকজন নামী ক্রিকেটার কে নিয়ে আরো সমৃদ্ধ হয়ে উঠেছে। তবেই দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার অজিঙ্কা রাহানে বাদ দিয়েই প্রথম একাদশ বেছে নিয়েছেন চলুন দেখে নেয়া যাক দুটি দলের প্রথম একাদশ।
কিংস ইলেভেন পাঞ্জাব: কে এল রাহুল(অধিনায়ক ও উইকেটরক্ষক) মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার সরফরাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরন, কৃষ্ণপ্পা গৌথাম, ক্রিস জর্ডন, শেলডন কটরেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্ত(উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কোস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, অনরিচ নর্তজে, মোহিত শর্মা।