দেখে নিন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ
আজ কী রান পাবেন রাসেল ও ফিঞ্চ?

আজ শারজার মাঠে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু’দল ই তাদের শেষ আইপিএল ম্যাচে জয় পেয়ে যথেষ্ট ছন্দে রয়েছে।
আজ দুই অধিনায়ক বিরাট কোহলি ও দীনেশ কার্তিকের লক্ষ্য থাকবে ম্যাচ জিতে নিজেদের অবস্থানের উন্নতি করার দিকে। কলকাতা নাইট রাইডার্স যদি এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারে তাহলে দিল্লি ক্যাপিটালস কে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা থাকবে তাদের। অন্যদিকে আরসিবি এই ম্যাচে জিতলে তৃতীয় স্থানে উঠে আসবে এবং কেকেআর চতুর্থ স্থানে নেমে যাবে। শেষ ম্যাচে দীনেশ কার্তিক এর ফর্মে ফেরা যেমন নাইটদের কাছে খুশির খবর তেমনি পরপর কয়েকটি ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে বড় ইনিংস স্বস্তিতে রেখেছে আরসিবিকে। তবে আন্দ্রে রাসেল ও অ্যারন ফিঞ্চের অফ ফর্ম চিন্তায় রাখছে দুদলকেই। তাঁদের ব্যাট কী আজ জ্বলে উঠবে সেটাও দেখার বিষয়।
একনজরে দেখে নেওয়া যাক এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ।
কলকাতা নাইট রাইডার্স : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণ ও বরুন চক্রবর্তী।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : দেবদূত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দূবে, গুরখিরত সিং ম্যান, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।