কিংসদের বিরুদ্ধে ২ পয়েন্টের লক্ষ্যে কেকআর

শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস কে ১০ রানে হারানোর পর আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলে সবার নীচে থাকা কিংসদের বিরুদ্ধে ২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে নিজেদের অবস্থানের আরও উন্নতি করাই লক্ষ্য নাইটদের।
চেন্নাইয়ের বিরুদ্ধে দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছিল। রাহুল ত্রিপাঠীর ৮১ রান ছাড়া আর কেউ নজর কাড়তে পারেননি। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতা বোঝা যায়নি বোলারদের টাইট বোলিং-এর জন্য। তবে পাঞ্জাব বধের জন্য ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই গুরুত্ব দিচ্ছে কেকেআর। চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা জয় পাওয়ায় দলে কোনও পরিবর্তন হবে না। চেন্নাই ম্যাচের আগে সুনীল নারিনকে নিয়ে প্রশ্ন উঠলেও ধোনির দলের বিরুদ্ধে ভাল বল করায় তিনিও থাকছেন কেকেআরের প্রথম একাদশে। তবে অনেকের নজর থাকছে অধিনায়ক দীনেশ কার্তিকের দিকে। এবারের আইপিএলে বড় রান করতে ব্যর্থ হওয়া কার্তিকের থেকে বড় রান চাইছে কেকেআর সমর্থকরা।
দেখে নিন এই ম্যাচে কলকাতা নাইট নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ – শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইয়ন মরগ্যান, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী