Cricket NewsIPL League

কুসংস্কারে বিশ্বাস করার কথা স্বীকার করলেন কোহলি

অতীতে অনেক ক্রিকেটারই কুসংস্কারে বিশ্বাস করতেন। কিন্তু এখনকার প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে কুসংস্কারে বিশ্বাস করার প্রবণতা প্রায় নেই বললেই চলে। তবে কেউ কেউ আছেন যারা সত্যি সত্যি কুসংস্কারে বিশ্বাস করেন এবং কিছু নিয়মম মেনে চলেন। এরকম একজন হলেন আমাদের সবার প্রিয় ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আধুনিক হলেও বেশ কুসংস্কারে বিশ্বাসী বিরাট কোহলি। তাঁর বিশ্বাস সাদা জুতো পড়ে খেললেই তাঁর স্কোর ভালো হবে। এই প্রসঙ্গে বিরাট বলেন, “আমি সাদা জুতো পরেই খেলতে ভালবাসি। বিশেষত সাদা জুতো পরে ব্যাট করতে পছন্দ করি আমি। এটা অনেকটাই কুসংস্কারের জন্য। ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক কিংবা ঘরোয়া ক্রিকেট কিংবা আইপিএল যেকোনো ক্রিকেট ম্যাচে আমি সাদা জুতো পড়েই ব্যাটিং করি। এটা আমার অন্যতম কুসংস্কার”।

অন্যদিকে, আবার বিরাট বিশ্ববিখ্যাত কোচ ম্যাঞ্চেস্টার সিটির পেপ গুয়ার্দিওলার কাছে জানতে চান, খেলোয়াড় জীবনে কেন বার বার বিভিন্ন রংয়ের বুট পরচতেন তিনি? জবাবে বিশ্বখ্যাত এই কোচ বলেন, “আমি যখন খেলতাম তখন সব জুতোই কালো রংয়ের ছিল। কিন্তু কালো রংয়ের বুট পাওয়া খুূূব কঠিন ছিল। একদিন আমি লাল রংয়ের বুট পরেছিলাম, তা দেখেই আমার মেন্টর এবং শ্রেষ্ঠ ম্যানেজার জোহান ক্রুয়েফ আমাকে কালো রংয়ের বুট পরতে বাধ্য করেন”। তবে বিরাটের সাদা জুতো পরে আইপিএলে কি বাজিমাত করতে পারে সেটাই দেখার। যদিও গতকালের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তার এই সাদা জুতো প্রসন্ন হয়নি। কিংসদের বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয় বিরাট বাহিনীকে। তবে পরের ম্যাচগুলোতে এই সাদা জুতো কতটা লাকি হতে পারে সেই দিকে নজর থাকবে সবার।

আরও পড়ুন

Back to top button