
গতকাল খেলার মাঠে উগ্র আচরণের জন্য ফের সংবাদ শিরোনামের শীর্ষ স্থান দখল করেছেন বিরাট কোহলি। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ব্যাঙ্গালোরের বিরুধ্যে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। তবে ব্যাঙ্গালোরের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে দিশেহারা হয়ে পড়ে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ। গতকাল টসে হেরে প্রথমে ব্যাটিং করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় কোহলিরা।
১৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করলেও মাঝপথে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাই শিবির। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস মাত্র ১৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ব্যাঙ্গালোরের কাছে ১৩ রানে পরাজিত হয়ে চলমান রত আইপিএলের মেগা আসরে গ্রুপ পর্যায়ে পথচলা শেষ করছে চেন্নাই সুপার কিংস। এদিকে, চেন্নাইকে পরাজিত করে এক লাফে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পৌঁছে গেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
This Cricket clown🤡 abusing Dhoni still some Mahirat Clowns are supporting this disgusting character 💦 pic.twitter.com/DX1Cm9k7O3
— Bruce Wayne (@Bruce_Wayne_MSD) May 4, 2022
গতকাল ধীর গতির জন্য সংবাদমাধ্যমে সমালোচিত হয়েছেন বিরাট কোহলি। ৩৩ বল খেলে মাত্র ৩০ রান সংগ্রহ করেন তিনি। তবে চেন্নাইয়ের ইনিংসে উগ্র মেজাজের জন্য আবারও সংবাদ শিরোনামে উঠেছেন তিনি। চেন্নাইয়ের ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করতে নেমে জস হ্যাজেলউডের বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন ধোনি। কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকভাবে। মিড উইকেটে থাকা রজত পাতিদারের হাতে জমা পড়েন সিএসকে অধিনায়ক। এরপরই স্বভাবচরিত ভঙ্গিতে সেই আউটের জন্য সেলিব্রেশন করতে দেখা গিয়েছে বিরাটকে। এমনকি কটুক্তি করতে দেখা গেছে তাকে। মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে বিরাটের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। ফলশ্রুতিতে সোশ্যাল মিডিয়া ফের আরও একবার উত্তপ্ত হয়েছে বিরাট কোহলিকে নিয়ে।
