
আইপিএলের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বর্তমানে দুটি দল ১০ পয়েন্ট অর্জন করে যথাক্রমে পয়েন্ট টেবিলের তৃতীয় এবং পঞ্চম স্থানে অবস্থান করছে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে আইপিএলের ইতিহাসে সৃষ্টি করতে পারে একাধিক রেকর্ড। টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর আজ ব্যাঙ্গালোরে বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন জস বাটলার। অন্যদিকে, টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক পাওয়ার পর আজ অগ্নিপরীক্ষা দিতে মাঠে নামবেন বিরাট কোহলি।
উল্লেখ্য, চলতি আইপিএলের গুরুত্ব ম্যাচে লখনউ এর খেলতে নেমে প্রথম বলেই “গোল্ডেন ডাক” পেয়েছিলেন রান মেশিন বিরাট কোহলি। এছাড়া বিগত ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে গোল্ডেন ডাক পেয়েছিলেন তিনি। তবে এটাই প্রথম নয়, এর আগে ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম বলে আউট হয়ে যান বিরাট। একই ঘটনা ঘটে ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাব (এখন পঞ্জাব কিংস) এবং ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে এক দিকে টানা তিন সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সোনালী অধ্যায়ের সৃষ্টি করতে চলেছেন জস বাটলার তো অন্যদিকে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে আইপিএলের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করতে পারেন রান মেশিন বিরাট কোহলি। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে “অরেঞ্জ ক্যাপ”-এর দৌড়ে শীর্ষস্থান দখল করে রেখেছেন জস বাটলার। ৭ ম্যাচ খেলে ইতিমধ্যে করে ফেলেছেন তিনটি শতক। তার ব্যাট থেকে এসেছে চলতি আইপিএলের সর্বোচ্চ রান (১১৬ রানের ইনিংস খেলেছেন তিনি)। ৭ ম্যাচে ৪৯১ রান করে তিনি রয়েছে অরেঞ্জ ক্যাপ তালিকায় শীর্ষে। অন্যদিকে, চলতি আইপিএলে ৮ ইনিংসে কোহলি ১৫ গড়ে মাত্র ১১৯ রান করেছেন। যার মধ্যে ৪ ইনিংসে দশের কোঠা পার করতে পারেননি রান মেশিন। সাথে দুই ইনিংসে “গোল্ডেন ডাক” তো রয়েইছে।
