Cricket NewsIPL League

দলে ফিরলেন কুলদীপ, লকি প্ৰথমে ব্যাট করছে নাইট রাইডার্স

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদের বিরুদ্ধে নাইট রাইডার্সের দলে একটি নয়, দুটি পরিবর্তন করা হল। বিদেশী প্লেয়ারের তালিকায় বসানো হল ক্রিস গ্রিন কে। আগের ম্যাচে ১৭ বলে ২৪ রান দিয়েছিলেন গ্রিন। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেলেন নিউজিল্যান্ডের পেস বোলার লকি ফার্গুসন। কলকাতার দলে প্যাট কামিন্সের মতো একজন অস্ট্রেলিয়ান জোরে বোলার রয়েছেন। তাঁর সঙ্গে এবার যুক্ত হলেন লকি ফার্গুসন। যার জোরে বোলিং সামলাতে বিপক্ষ দলের বোলারদের হিমশিম খেতে হয়েছে। বোলিং বিভাগে আরেকটি পরিবর্তন াণ হল সেটাও গুরুত্বপূর্ণ। পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণ কে বসিয়ে এই ম্যাচে খেলোনো হচ্ছে দলের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব কে। আইপিএলে ৪৪ ম্যাচে ৪০ উইকেট পাওয়া কুলদীপ কেন প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না সেই নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। আজ যাদব ভাল পারফরম্যান্স করলে সেইসব সমালোচনার জবাব দেওয়া যাবে। আর কুলদীপ আসা মানেই দলের বোলিং বিভাগের আরো উন্নতি হওয়া।

কলকাতার টিমের মতো এদিন সানরাইজার্স হায়দরাবাদ দলেও পরিবর্তন করা হল দুটো। পেস বোলার খলিল আহমেদ কে বসিয়ে সুযোগ দেওয়া হল বাসিল থামপি কে। আর শাহবাজ নাদিমের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেলেন আব্দুল সামাদ।

আরও পড়ুন

Back to top button