গেইলের প্রথম ম্যাচেই অর্ধশতরান, জিতল পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ২০২০ আইপিএলের প্রথম সাতটা ম্যাচে খেলতে পারেননি ক্রিস গেইল। তবে অষ্টম ম্যাচে খেলতে নেমেই দাপট দেখালেন তিনি। ঝোড়ো ইনিংস খেলতে না পারলেও ৪৫ বলে ৫৩ রানের দামী ইনিংস খেলেন। গেইল, রাহুলের অর্ধশতরান এবং মায়াঙ্ক আগারওয়ায়েলর ৪৫ রানের ওপর ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ৯ উইকেটে জয়ের পাশাপাশি মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করল পাঞ্জাব।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে আরসিবির সংগ্রহ ১৭১-৬। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৪৮ রান করেন বিরাট কোহলি। অ্যারন ফিঞ্চ ২০, দেবদূত পাড়িক্কল ১৮, শিবম দূবে ২৩ রান করেন। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ক্রিস মরিস ৮ বলে ২৫ এবং ইসুরু উদানা ৮ নম্বরে নেমে ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন মুরুগান অশ্বিন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন তিনি।
রান তাড়া করতে নেমে ফর্মে থাকা কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল মিলে শুরুটা ভালো করেন। ৭৮ রানের মাথায় ৪৫ করে আগরওয়াল আউট হলে ইনিংস এর হার ধরেন ক্রিস গেইল ও রাহুল। দু’জনে দুরন্ত ব্যাটিং করে জয়ের কাছাকাছি দলকে নিয়ে আসেন। কিন্তু শেষ ওভারে চমক অপেক্ষা করছিল। শেষ ওভার যখন তাহার করতে আসেন জয়ের জন্য দরকার ছিল ২ রান। গেইল ও রাহুল এই ২ রানটাই করতে গিয়ে অবস্থা কঠিন করে তোলেন। পঞ্চম বলে যখন গেইল আউট হন জয়ের জন্য দরকার ছিল ১ বলে ১ রান। সুপার ওভারের একটা পরিবেশ তৈরি হচ্ছিল। কিন্তু নিকোলাস পোরান নেমেই ৬ মেরে ম্যাচ জিতিয়ে দেন। ম্যাচের সেরা হন রাহুল। ৮ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে সবার শেষেই রইল। ৮ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে আরসিসি।