দিল্লিকে উড়িয়ে দিয়ে ফাইনালে মুম্বই

চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। তবে হেরেও এখনও বিদায় নেয়নি দিল্লি। এলিমিনিটর থেকে উঠে আসা দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফারারে খেলবে তারা। আজ সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে যে দল জিতবে তার সঙ্গে দিল্লির দ্বিতীয় কোয়ালিফায়ার। যদিও এই হারের ফলে এবারের আইপিএলে মুম্বইয়ের সঙ্গে তিনবারের সাক্ষাতে তিনবারই মুখ থুবড়ে পড়ল দিল্লি ক্যাপিটালস।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা মুম্বই নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রানের বড় স্কোর করে। শেষ দুই ওভারে তাদের সংগ্রহ ৩২ রান। শেষ পাঁচ ওভারে ৭৫ রান করে মুম্বই। সর্বোচ্চ ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষাণ। সূর্যকুমার যাদব করেন ৩৮ বলে ৫১ রান। ২৫ বলে ৪০ করেন কুইন্টন ডি কক। ১৪ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দুই সফল বোলার এনরিচ নর্টজে ও কাগিসো রাবাদা মুম্বইয়ের বিরুদ্ধে ৮ ওভারে ৯২ রান দেন।
জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি দিল্লি। ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুম্বই বোলারদের তোপে পড়ে দিল্লির ব্যাটসম্যানরা। শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে তারা। মার্কাস স্টোইনিস (৪৬ বলে ৬৫) ও অক্ষর প্যাটেল (৩৩ বলে ৪২) মরিয়া চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।
মুম্বইয়ের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন। ট্রেন্ট বোল্ট পান দুটি উইকেট। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ও কায়রন পোলার্ড একটি করে উইকেট দখল করেন।