Cricket NewsIPL League

ফাইনালের আগেই চোট পেলেন এই তারকা ক্রিকেটার

আইপিএল ২০২০’র  প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে দুরমুশ করে ফাইনালের টিকিট আদায় করে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফের প্রথম লড়াইয়ে ব্যাটিংয়ের পর বোলিংয়ের দাপট, যার সুবাদে দিল্লিকে ৫৭ রান হারাল মুম্বই। তবে ম্যাচ শেষে মুম্বইয়ের একজন তারকা ক্রিকেটারকে নিয়ে অবশ্য উদ্বেগ তৈরি হয়ে গেল।

এই তারকা ক্রিকেটার হলেন ট্রেন্ট বোল্ট। যিনি প্রথম ওভারেই দিল্লির ২ উইকেট তুলে নেন। বোলিংয়ের সময় কুচকিতে চোট পান ট্রেন্ট বোল্ট। যেকারণে ২ ওভারের কোটা পূর্ণ করে বোল্ট মাঠ ছাড়েন। পরবর্তী সময়ে নিজের বাকি ২ ওভার আজ পূর্ণ করতে পারেননি বোল্ট। ফলে মঙ্গলবার ১০ নভেম্বর ফাইনালে ম্যাচে মুম্বইয়ের জার্সিতে বোল্টের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।

সাধারণত কুচকিতে গুরুতর কোনও চোট হলে, তা সারাতে কমপক্ষে এক থেকে দুসপ্তাহ লেগে যায়। এমনটা হলে ফাইনালে বোল্টকে ছাড়াই প্রথম একাদশ করতে হবে মুম্বইকে। যদিও অধিনায়ক রোহিত শর্মা বোল্টকে পাওয়ার বিষয়ে আশাবাদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন,”বোল্টের সঙ্গে এখনও কথা হয়নি। যদিও ওর চোট গুরুতর নয় বলে আশা রাখছি। ফলে ফাইনালে ওকে পাবো বলে মনে হয়। এর মাঝে চার দিনের বিশ্রাম হয়েছে। আশা করি এই চার দিনের মধ্যে বোল্টে নিশ্চই সেরে উঠবে।”

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লির বিরুদ্ধে বোল্ট প্রথম ওভারের দ্বিতীয় বলে পৃথ্বী শ ও পঞ্চাম বলে অজিঙ্ক রাহানকে ০ রানে প্যাভিলিয়নে ফেরান। জয়ের জন্যে ২০১ রান তাড়া করতে নেমে প্রাথমিক এই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরেই ম্যাচে হার দিল্লির। আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে বোল্ট ২২টি উইকেট পেয়েছেন।

আরও পড়ুন

Back to top button