
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউ গিনিয়া সহ আরো কয়েকটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াড ঘোষণা করার তালিকায় রয়েছে নিউজিল্যান্ডও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন কেন উইলিয়ামসন। কিন্তু তার আগে সেপ্টেম্বর মাসে পাকিস্তান সফর করবে টিম নিউজিল্যান্ড। যদিও পাকিস্তান প্রধান দলের সাথে নিউজিল্যান্ডের ‘বি’ দল মুখোমুখি হতে চলেছে। কারণ সেই সময় নিউজিল্যান্ডের প্রথম সারির সমস্ত ক্রিকেটাররা উপস্থিত থাকবেন আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশের খেলায়।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্রিকেটারদের জন্য। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে আছেন প্লেয়াররা। আইপিএলের আসরে খেলে তারা নিঃসন্দেহে পুরনো ফর্মে ফিরে আসার চেষ্টা করবেন বলে মনে করেন কেন উইলিয়ামসন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক কেন উইলিয়ামসন আইপিএলের আসরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে অধিনায়কত্ব করে থাকেন তিনি। সানরাইজ হায়দ্রাবাদ টি-টোয়েন্টি লিগের এই আসরে ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে হারিয়ে একবার শিরোপা জয় করে ঘরে তুলেছে।
আইপিএল খেলার জন্য পাকিস্তান সফরে নিউজিল্যান্ড জাতীয় দলে থাকবেন না কেন উইলিয়ামসন সহ টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কাইল জ্যামিসন ইশ সোধি এবং মিচেল স্যান্টনার। উল্লেখ্য, আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় অংশের খেলা। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও এবার কেন উইলিয়ামসনের সানরাইজ হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে একদম নিচে অবস্থান করছে। আইপিএলের প্রথম অংশে তারা মাত্র একটি ম্যাচ জিতে দুই পয়েন্ট সংগ্রহ করেছে।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়ারড– কেন উইলিয়ামসন (c), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জ্যামিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
