
ক্রিকেটের ইতিহাসে এমন আশ্চর্যকর ঘটনা ঘটেছে বলে জানা নেই কারোর। অবশেষে দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার সত্য প্রকাশ্যে আনতে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল। কলকাতার সেরা একাদশ নাকি বেছে নেন দলের CEO। সেরা একাদশ বেছে নিতে নেওয়া হয়না অধিনায়ক কিংবা দলের প্রধান কোচ ম্যাককালামের পরামর্শ! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই রীতিমতো হতবাক হয়েছেন ভারতের প্রাক্তনী।
ঘটনাটি প্রকাশ্যে এসেছেন মুম্বাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে। বিশাল ব্যবধানে মুম্বাইকে পরাস্ত করার পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে প্রশ্ন করা হয়েছিল, কি এমন ঘটলো যাতে দল হঠাৎই সেরা পারফর্মেন্স করা শুরু করল? উত্তরে তিনি সরাসরি বলেন, দল নির্বাচনে কলকাতার সিইও যুক্ত থাকেন। ক্রিকেটাররা তার কথা খোলা মনে করবেন করেন। তিনি সেরা একাদশ বেছে নেন। যদিও কোচ ওর সঙ্গে থাকেন। আর সেই একাদশের সাথে মাঠে নামতে হয় আমাকে।
শ্রেয়াস আইয়ারের এমন মন্তব্যের পর রীতিমত অবাক হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লাল। দল নির্বাচনে দলের সিইও যুক্ত! এমন কি হওয়া সম্ভব? শ্রেয়াস আইয়ারের বক্তব্যের পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাছাড়া কলকাতা নাইট রাইডার্সের এমন পরিস্থিতির কথা শুনে রীতিমত অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সর্বদা দেখা গেছে, দলের কোচের সাথে পরামর্শের মাধ্যমে সেরা একাদশ বেছে নেন অধিনায়ক। তবে সেখানে দলের সিইও-র হস্তক্ষেপ রীতিমত অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের।
