
সত্যিই ঋদ্ধিমান সাহা এখনো ফুরিয়ে যাননি। গতকাল ব্যাট হাতে গুজরাটের হয়ে জয়সূচক ইনিংস খেলে নিজেই সেই কথা জানিয়েছেন টুইট মাধ্যমে। হায়দরাবাদকে হারানোর পরে একটি টুইট করেন ঋদ্ধি। সেখানে নিজের দু’টি ছবি দিয়ে ক্যাপশনে শিলিগুড়ির ছেলে লেখেন, ‘নট ডান ইয়েট’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘এখনও ফুরিয়ে যাইনি।’
অবশ্য ঋদ্ধিমান সাহার এমন টুইটের পেছনে রয়েছে একাধিক কারণ। সম্প্রতি ভারতের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছেন তিনি। এরপর সাংবাদিকের হুমকি এমনকি তাকে নিয়ে বোর্ড মিটিং ও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিমান সাহার অগ্নিঝরা মন্তব্য তার দিকে একাধিক প্রশ্নের তীর ছুঁড়ে দেয়। এরপর অবশ্য নিশ্চিত হয়ে যায়, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলে প্রত্যাবর্তন ঋদ্ধিমান সাহার জন্য বড় চ্যালেঞ্জ। তবে সমস্ত বিপত্তি কাটিয়ে গুজরাটের হয় আইপিএল খেলার সুযোগ পান ঋদ্ধিমান সাহা।
আইপিএলের মেগা নিলামে একমাত্র গুজরাট ছাড়া ঋদ্ধিমান সাহার পেছনে লড়াই করতে এগিয়ে আসেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি আইপিএলের শুরুতে গুজরাটের হয়ে মাঠে নামার সুযোগ পাননি তিনি। ম্যাথু ওয়েডের ফর্ম খারাপ থাকায় অবশেষে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পান ঋদ্ধিমান সাহা। যদিও সেই ম্যাচে রান পাননি। তার পরেও তাঁর উপর ভরসা রাখে ম্যানেজমেন্ট। হায়দ্রাবাদের বিপক্ষে তাকে প্রথম একাদশে রেখে আবারো মাঠে নামে গুজরাট টাইটান্স। আর সেখানে নিজের নামের পাশে সুবিচার করেন ঋদ্ধিমান সাহা।
Not. Done. Yet. 💪@gujarat_titans Congratulations Team! #TATAIPL #GujaratTitans #IPL2022 pic.twitter.com/D5patXFz9P
— Wriddhiman Saha (@Wriddhipops) April 27, 2022
গতকাল সানরাইজ হায়দ্রাবাদের দেওয়া ১৯৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। মাত্র ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। মূলত তাঁর ব্যাট ঝড়ো ইনিংস ম্যাচ জিততে পরোক্ষভাবে সাহায্য করে গুজরাটকে। দেশ বলে রশিদ খানের ছক্কায় ম্যাচ জিতে নেয় গুজরাট। এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দেন তিনি।
