কেকেআর-দিল্লি ম্যাচেও আলোচনার কেন্দ্রে সেই রকস্টার আম্পায়ার

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে যাবতীয় আলোচনা হয়েছিল একজন আম্পায়ারকে নিয়ে। তিনি পশ্চিম পাঠক। রকস্টার লুক থেকে শুরু করে আম্পায়ারিংয়ের ধরণ সবকিছুতেই নজর কেড়েছিলেন তিনি।
এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচেও আম্পায়ারিং করলেন তিনি। সেই ম্যাচের মতো এদিনও পশ্চিম পাঠককে নিয়ে আলোচনা সমর্থকদের মধ্যে। যারা আগের ম্যাচ দেখেননি বা দেখলেও পশ্চিম পাঠককে নিয়ে আলোচনা তুঙ্গে।
ম্যাচের আগের দিন এক সমর্থক লেখেন আগামীকাল উইকএন্ড। এই দিনে অপেক্ষায় রয়েছি পাঠককে মাঠে দেখার জন্য।
ম্যাচের দিনেও পশ্চিম পাঠককে যতবার টিভিতে দেখানো হয়েছে ততবার ক্রিকেট লাভাররা উত্তেজিত হয়ে পড়েছেন। একটি সংস্থা সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমরা কী তাঁকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দেখতে পারি? কেউ কেউ আবার তাঁকে প্রথম দেখে তিনি ছেলে না মেয়ে সেই নিয়ে কনফিউজড হয়ে গেছেন। একজন তো সোশ্যাল মিডিয়ায় বলেই ফেললেন, ‘৭ ফুটের একজন মানুষ কীভাবে আইপিএলের আম্পায়ার হতে পারেন। প্রথমে ভেবেছিলাম মহিলা আম্পায়ার। তারপর দেখি আরে ইনি তো সেই পশ্চিম পাঠক।’
O Bhyiiiii ye 7 Foot ka Umpire Kaha se Laye IPL wale. Mujhe laga ki koi woman empire hai. Fir pata chala ye Paschim Pathak hai. pic.twitter.com/cMsdtSQKgV
— $@M (@Samisonlysam) October 24, 2020
কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস দলে এত তারকা রয়েছেন। কিন্তু এখনও সেই একজনই আসল তারকা হয়ে আছেন। সকলের মন জয় করে নিয়েছেন পশ্চিম পাঠক।