আইপিএল ফাইনালে নামার আগে পোলার্ড এটা কী বললেন শুনুন

৫২ দিনের লম্বা লড়াইয়ের শেষ হতে চলেছে আজ। ফাইনালে পঞ্চমবার আইপিএল খেতাব জিততে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। আর প্রথমবার আইপিএলের ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালসের লক্ষ্য মুম্বইকে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতা। ফাইনালের কয়েকঘন্টা আগে মুম্বইয়ের অন্যতম ভরসা কায়রন পোলার্ড জানালেন বিশ্বকাপের ফাইনালের পরেই আইপিএলের ফাইনাল।
দুবাইয়ের মাঠে আজ যে দুই দল নামতে চলেছে তাদের কাছে এই ফাইনালে ওঠার রাস্তাটা অবশ্যই স্মরণীয়। কিন্তু আজকের ম্যাচে জিততে না পারলে সব পরিশ্রমই যে বৃথা তা জানেন দুই দলের সব ক্রিকেটারই। মুম্বই দলের সাফল্যের পিছনে ক্যারিবিয়ান তারকা পোলার্ডের অবদান প্রচুর। ১৫ ম্যাচে ২৫৯ রানই শুধু নয়, তাঁর নজরকাড়া স্ট্রাইক রেট (১৯০.৪৪) বুঝিয়ে দিয়েছে কেন তিনি ২০ ওভারের ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার। পোলার্ড বলেছেন , “ফাইনালে খেলতে নামার চাপটাই আলাদা। প্রত্যেক ক্রিকেটারদের মধ্যে সেই চাপটা থাকে। সবাই এই ম্যাচ জিততে চাইবে, কোনও ভুল করতে চাইবে না। তাই চাপ কাটিয়ে সাধারণ ম্যাচের মতো খেলাটাকে উপভোগ করতে হবে।”
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনেও একই কথা বললেন। তিনিও ম্যাচটাকে উপভোগ করারই পরামর্শ দিয়েছেন। চার বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে ফাইনালের এই চাপ পরিচিত হলেও, প্রথমবার ফাইনাল খেলতে নামা দিল্লির কাছে তা সম্পূর্ণ নতুন। দর্শকহীন মাঠে খেলা হলেও ফাইনালের মানসিক চাপ যে থাকবেই তা বলা বাহুল্য। সেই চাপ কাটিয়ে কে জিততে পারবে আইপিএল ২০২০? সেই দিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীরদের।