IPL 2020Cricket

একনজরে দেখে নিন চেন্নাই-রাজস্থান ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে থাকা চেন্নাই ও রাজস্থানের কাছে প্রধান লক্ষ্য ২ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফার আশা বাঁচিয়ে রাখা। তাই এই ম্যাচটা দুদলের কাছেই ভাইটাল একটি ম্যাচ।

এবারের  প্রথমবারের সাক্ষাতে ১৬ রানে জয় পায় রাজস্থান। তাই চেন্নাই সুপার কিংসের কাছে এই ম্যাচটা বদলার ম্যাচ। এই ম্যাচে ২ পয়েন্ট পেতে গেলে দুই দলকেই ভাল ব্যাটিং ও বোলিং করতে হবে। চেন্নাই সুপার কিংসের কথা  উঠলে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হচ্ছেন। যার প্রভাব গিয়ে পড়ছে মিডল অর্ডারে। মহেন্দ্র সিং ধোনি ফর্মে না থাকায় মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব নিয়ে ঝোড়ো ব্যাটিং করতে হচ্ছে এবং তিনি সফল হচ্ছেন। অম্বাতি রায়ডু ভাল চেষ্টা করছেন। ওপেনিংয়ে সেইভাবে বড় রানা আসছে না।  বোলিং-এর কথায় এলে দলের পেসার থেকে স্পিনার কেউ সেরকম আহামরী কিছু বল করতে পারছেন না।  তার মধ্যে চোটের জন্য ডোয়েন ব্র্যাভোর মত  অলরাউন্ডারকে হারানো আরো কঠিন। রাজস্থানের ব্যাটসম্যানদেড় মধ্যে অনেক বড় বড় নাম থাকলেও কাজে আসছে না। বরং  রাহুল তেওটিয়া এই আইপিএলে নায়ক হয় গেছেন। বোলারদের কোথায় এলে জোফ্রে আর্চার ছাড়া আর কেউ সেরকম এফেকটিভ নন।  এই অবস্থায় আজ মাঠে নামছে দু’দল।

একনজরে দেখে নেওয়া যাক চেন্নাই সুঅপর কিংস ও রাজস্থান রয়্যালস ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস :স্যাম কারণ, ফ্যাফ ডু’প্লেসিস, সেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কেদার যাদব/পীযূষ চাওলা, দীপক  চাহার, শার্দুল ঠাকুর, করন শর্মা, লুঙ্গি এনগিডি

রাজস্থান রয়্যালস : রবীন উথাপ্পা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), পরাগ, রাহুল তেওটিয়া, শ্রেয়াস গোপাল, জোফ্রে আর্চার, জয়দেব উনাদকট/বরুন আয়রন, কার্তিক ত্যাগী।

Related Articles

Back to top button