একনজরে দেখে নিন দিল্লি ও পাঞ্জাব ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ

আজ আইপিএলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। শীর্ষে থাকা দিল্লির মুখোমুখি হচ্ছে সপ্তম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের পক্ষে খুশির খবর শেষ দুই ম্যাচে খেলেছেন ক্রিস গেইল এবং তারা দুটোতেই জিতে প্লে অফের আশা জিইয়ে রেখেছে। প্লে অফের একদম কাছে থাকা দিল্লির বিরুদ্ধেও আজ জয়ের প্রয়োজন পাঞ্জাবের প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ দিল্লি ক্যাপিটালস জিতলে প্লে অফে কোয়ালিফাই করবে। তাই এই ম্যাচেই কোয়ালিফাই করার লক্ষ্যে রয়েছে এবারের আইপিএলের সবথেকে কনসিসটেন্ট দল। দলের সিনিয়র প্লেয়ার শিখর ধাওয়ান শেষ তিনটি ম্যাচে সেরা ফর্মে রয়েছেন। তার মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচজয়ী শতরান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ধারাবাহিকভাবে ভাল খেলছেন। মার্কাস স্টোইনিস শেষ ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও এবারের আইপিএলে তাঁর ওভারঅল পারফরম্যান্স বেশ ভালো। অক্ষর প্যাটেল শেষ ম্যাচ ক্যামিও ইনিংস খেলে তাঁর ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন। বোলারদের মধ্যে সেরা ফর্মে রয়েছেন কাগিসো রাবাদা ও আনরিচ নর্টিজে।
দিল্লির প্রতিপক্ষ পাঞ্জাব দলের ব্যাটিংয়ের মূল ভরসা কে এল রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। ক্রিস গেইলের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইন আপ কে আরো শক্তিশালী করেছে। তবে ম্যাক্সওয়েলের অফ ফর্ম চিন্তায় রাখছে। বোলিংয়ে মহম্মদ শামি শেষ ম্যাচে সুপার ওভারে দারুণ বল করেছেন।
একনজরে দেখে নেওয়া যাক দু দলের সম্ভাব্য প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, তুষার দেশপান্ডে, কাগিসো রাবাদা, আনরিচ নর্টিজে
কিংস ইলেভেন পাঞ্জাব : কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পোরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা, ক্রিস জর্ডন, মুরুগান অশ্বিন, রবী বিষ্নোই, আশ্রদীপ সিং, মহম্মদ শামি