কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নিন

আজ আইপিএলের ৩২ তম ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। এই আইপিএলে এই মাঠেই দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে কলকাতা এবং মুম্বই। প্রথমবারের লড়াইয়ে ৪৯ রানে মুম্বই-এর কাছে হার মানতে হয় নাইটদের।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মুম্বইয়ের বিরুদ্ধে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা কলকাতার আজকের ম্যাচ প্রতিশোধের ম্যাচ। আজ কলকাতা দলকে নেতৃত্ব দেবে ইয়ন মরগ্যান, দীনেশ কার্ত্তিক নিজের অধিনায়ক পদ ছেড়ে দিয়েছেন। মর্গ্যানের নেতৃত্বে ভাল পার্ফম্যান্স করতে মরিয়া কেকেআর। ফর্মে না থাকা আন্দ্রে রাসেলের কাছে আজ ফর্মে ফেরার ম্যাচ। রোহিত শর্মার দলের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে চাইছেন তিনি। আর মুম্বই ইন্ডিয়ান্স-এর লখ্য কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস কে সরিয়ে লীগ টেবিলে ১ নম্বরে উঠে আসা।
একনজরে আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ –
কলকাতা নাইট রাইডার্স – শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান , দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ/কুলদীপ যাদব।
মুম্বই ইন্ডিয়ান্স – কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।