কলকাতা কী পারবে প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখতে?
দেখে নিন কলকাতা ও রাজস্থান দু'দলের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংসের এর কাছে হেরে প্লে-অফের সমীকরণ নিজেরাই কঠিন করেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের কাছে হেরে কি প্লে-অফের যাবতীয় আশা প্রায় শেষ। কারণ প্লে-অফের জন্য লড়াই করা সব দলের থেকে নাইটদের রানরেট সবথেকে কম।
তবে সেইসব না ভেবে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২ পয়েন্ট সংগ্রহ করতে নামছে নাইটরা। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাটিং ও বোলিং ব্যর্থতা ভুলে আজ পজিটিভ ক্রিকেট খেলতে মাঠে নামছে কলকাতা। আজ হয়তো আন্দ্রে রাসেল কে প্রথম একাদশে দেখা যেতে পারে। রাসেল যদি দলে আসে তাহলে প্যাট কামিন্স ও লকি ফার্গুসনের মধ্যে একজনকে বসতে হবে। আর রাসেল যদি না খেলে তাহলে একই টিম থাকরাই সম্ভাবনা রয়েছে। রাজস্থান ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতিতে ব্যস্ত নাইটরা। বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন, দীনেশ কার্তিক ও সুনীল নারিনের প্রস্তুতির ছবি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
WE GO ALL IN TONIGHT! 💪@chakaravarthy29 @DineshKarthik #KKRHaiTaiyaar #Dream11IPL #KKRvRR pic.twitter.com/sTZn5vKPka
— KolkataKnightRiders (@KKRiders) November 1, 2020
কলকাতা যদি আজ প্রথমে ব্যাট করে তাদের লক্ষ্য থাকবে রাজস্থান রয়্যালসকে বড় টার্গেট দিয়ে তাড়াতাড়ি আউট করার। আর পরে ব্যাট করলে নাইটদের লক্ষ্য থাকবে কম রানে স্টিভ স্মিথের দলকে আটকে রেখে তাড়াতাড়ি রান চেস করার দিকে। কারণ এই ম্যাচে শুধু জয় নয়, বড় ব্যবধানে না জিততে পারলে নাইটদের সব আশা শেষ।
কলকাতার প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের লক্ষ্য থাকবে এই ম্যাচে কেকেআরকে হারিয়ে তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখার দিকে। নাইটদের বধ করতে অনুশীলনে ব্যস্ত রাজস্থান রয়্যালস।
😄 through the hustle!
Good spirits for our final league stage game! 💪#HallaBol | #RoyalsFamily | #IPL2020 pic.twitter.com/P7XebbuTVS
— Rajasthan Royals (@rajasthanroyals) October 31, 2020
আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল ম্যাচ জিতে প্লে-অফে কোয়ালিফাই করার আশা জিইয়ে রাখতে পারে সেদিকেই লক্ষ্য রয়েছে ক্রিড়াপ্রেমীদের। রবিবারের ছুটির দিনে এরকম একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ফ্যানদের জন্য আদর্শ।
একনজরে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ :
কলকাতা নাইট রাইডার্স :
শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, রিঙ্কু সিং, কমলেশ নাগারকোটি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী
রাজস্থান রয়্যালস :
রবীন উথাপ্পা, নেন স্টোকস, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, জস বাটলার, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, জোফ্রে আর্চার, শ্রেয়াস গোপাল, বরুণ অ্যারন, কার্তিক ত্যাগী