IPL LeagueCricket News

দেখে নিন পাঞ্জাব ও চেন্নাই ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ

আজ আইপিএলের শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএলের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে সারা কিংসলের প্লে-অফে কোয়ালিফাই করার আশা জিইয়ে রাখতে হলে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততেই হবে। আর প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে যাওয়া সিএসকের লক্ষ্য হবে পাঞ্জাবকে হারিয়ে শেষ দুটো ম্যাচের মতো এই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে আইপিএলটা সুন্দরভাবে শেষ করা।

একসময় পরপর ম্যাচ হেরে প্রায় প্লে-অফের বাইরে চলে যাওয়া পাঞ্জাব ক্রিস গেইলের প্রথম একাদশে আসার পর এবারের আইপিএলে টানা পাঁচটা ম্যাচ জিতে প্লে-অফে কোয়ালিফাই করার সম্ভাবনা তৈরি করে কিংসরা। তবে শেষ ম্যাচে গেইলের ৯৯ রানের পরেও রাজস্থান রয়্যালসের কাছে হেরে নিজেদের প্লে-অফে ওঠার অঙ্কটা কঠিন করে তুলেছে। আজ সিএসকেকে বড় ব্যবধানে হারাতে পারলেই তাদের শেষ চারে যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে। সিএসকে কে হারানোর জন্য পাঞ্জাবের প্রধান ভরসা তাদের ব্যাটিং। কে এল রাহুল, মনদীপ সিং, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল এর মতো তারকারা তাদের ব্যাটিং লাইন আপের রয়েছে। বোলারদের মধ্যে মহম্মদ শামি দুরুন্ত ফর্মে রয়েছে। ভাল বল করছেন আরেক পেসার ক্রিস জর্ডন। স্পিনারদের মধ্যে মুরুগান অশ্বিন ও রবি বিষ্ণই কে সামলাতে বিপক্ষ দলের ব্যাটসম্যানরা হিমশিম খাচ্ছে। যদিও এই বোলিং লাইন আপকেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিষ্প্রভ দেখিয়েছে। তবে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করে ২ পয়েন্টের লক্ষ্যে পাঞ্জাব।

পাঞ্জাবের প্রতিপক্ষ সিএসকে শেষ দুই ম্যাচে জয়ের পর আজকেও জিতে আইপিএলটা ভালোভাবে শেষ করতে চাইছে। লিগ টেবিলে সবার শেষে থাকলেও আজ তাদের লক্ষ্য থাকবে পাঞ্জাবকে হারিয়ে দর্শকদের খুশি করা।

একনজরে দেখে নেওয়া যাক দু দলের সম্ভাব্য প্রথম একাদশ :

কিংস ইলেভেন পাঞ্জাব :

কে এল রাহুল, মনদীপ সিং, ক্রিস গেইল, নিকোলাস পোরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা, ক্রিস জর্ডন, মুরুগান অশ্বিন, রবি বিষ্নোই, মহম্মদ শামি, আশ্রদীপ সিং

চেন্নাই সুপার কিংস :

রুতুরাজ গায়কোয়াড়, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, এম এস ধোনি, এন জগদীশন, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মিচেল সান্তনার, করন শর্মা, দীপক চাহার, লুঙ্গি এনগিডি

 

 

Related Articles

Back to top button