Cricket NewsIPL League

সানরাইজার্স-চেন্নাই ম্যাচের সম্ভাব্য একাদশ দেখে নিন

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। দুই দলই তাদের শেষ ম্যাচে হেরে চাপে রয়েছে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স এবং ৭ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে ৭ নম্বরে চেন্নাই সুপার কিংস।
গত বছর আইপিএলে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েও প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবারের আইপিএলের লড়াইটা যেহেতু কঠিন তাই প্লে অফে যেতে হলে এই ম্যাচে তাদের যথেষ্ট ভালো পারফর্ম করতে হবে। আর চেন্নাই সুপার কিংসকে শেষ‌ চারের আশা জিইয়ে রাখতে হলে সানরাইজার্সের বিরুদ্ধে দুরন্ত কিছু পারফরম্যান্স করে চমক দেখাতে হবে। আর তার জন্য দলের ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। পাওয়ার প্লে তে এবারের চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানদের পারফরম্যান্স শোচনীয়।
দেখে নিন এই ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, রাশিদ খান, অভিষেক শর্মা, টি নটরাজন, খালিল আহমেদ
চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, এন জগদিসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক  ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, করণ শর্মা, শার্দূল ঠাকুর।

আরও পড়ুন

Back to top button