প্রথম দল হিসাবে প্লে-অফে উঠতে মরিয়া মুম্বই-বেঙ্গালুরু
দেখে নিন দু-দলের সম্ভাব্য প্রথম একাদশ

এই মুহূর্তে বিশ্বে যে খেলাগুলো হচ্ছে তার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে আইপিএল। মঙ্গলবার সকাল পর্যন্ত যা পরিস্থিতি তাতে এখনও সাতটা দল ১৪ পয়েন্টে শেষ করে প্লে-অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে পারে। যে কোনও দিন, যে কোনও দল জেতার ক্ষমতা রাখে ২০ ওভারের এই লড়াইয়ে। আজকের লড়াই মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে।
মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পয়েন্ট টেবলে এখন উপরের দিকে রয়েছে। তবে দুজনেই কিন্তু সদ্য হারের মুখে পড়েছে। তবে দুটি দলই একটি ম্যাচ জিতলে প্লে অফের টিকিট সংগ্রহ করবে। এটা হল প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য লিগ পর্যায়ে বাকি থাকা ম্যাচের মধ্যে আরও জয় পেয়ে প্রথম দুই স্থানে শেষ করা। যাতে ২০২০ আইপিএল ফাইনালে যাওয়ার একটি নয়, দুটি সুযোগ পাওয়া যায়।
মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম সাক্ষাতে প্লে-অফে মুম্বইকে হারায় আরসিবি। তাই মুম্বইয়ের কাছে এই ম্যাচটা বদলের ম্যাচ। অন্যদিকে আরসিবির লক্ষ্য আজ মুম্বইকে হারিয়ে প্রথম দল হিসাবে প্লে-অফের টিকিট পাওয়া। চোটের জন্য এই ম্যাচেও নেই রোহিত শর্মা। আগের দুটো ম্যাচের মোট তাই আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক কায়রন পোলার্ড।
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই সেরা পারফরম্যান্স করলেও শেষ ম্যাচে বোলিং ব্যর্থতার জন্যই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে। তাই আরসিবির বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সেরা পারফরম্যান্স করে প্লে-অফে উঠতে মরিয়া তারা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং মূলত বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং কিছুটা তরুণ দেবদূত পাডিক্কলের ওপর নির্ভরশীল। এই তিনজন ছাড়া ব্যাটিং ইউনিটে আর কেউ সেভাবে ভাল খেলতে পারেনি। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের কারণও মূলত ব্যাটিং ব্যর্থতা। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের ব্যাটসম্যানরা ভাল পারফরম্যান্স করতে মরিয়া। আরসিবির বোলিং ব্যাটিংয়ের তুলনায় অনেকটাই ভাল হচ্ছে। ভারতীয় পেসার মহম্মদ সিরাজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেরা বলে করেছেন। ফর্মে রয়েছেন আরেক পেসার নবদীপ সাইনি। বিদেশীদের মধ্যে প্রোটিয়া পেসার ক্রিস মরিসের উপস্থিতি দলের পেস ব্যাটারিকে আরো শক্তিশালী করেছে। স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহাল এবং ওয়াশিংটন সুন্দর ভাল বল করে বিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখছে। এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভাল পারফরম্যান্স করে মুম্বইকে হারিয়ে প্লে-অফে ওঠাই লক্ষ্য আরসিবির।
একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্স :
কুইন্টন দি কক (উইকেটরক্ষক), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, করুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :
দেবদূত পাডিক্কল, আরও ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরখিরত সিং, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল