আইপিএলের ইতিহাসে রাবাদা আজ কী কী রেকর্ড করলেন জেনে নিন

এবারের আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেস বোলার কাগিসো রাবাদা। ৯ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ১৯। দ্বিতীয় স্থানে থাকা যুজবেন্দ্র চাহাল ৯ ম্যাচে ১২টি উইকেট সংগ্রহ করেছেন। রাবাদার দুর্দান্ত বোলিং প্রতি ম্যাচেই দিল্লিকে ভরসা যোগাচ্ছে। তাঁর বোলিং সামলাতে হিমশিম খাচ্ছে বিপক্ষ দলের ব্যাটসম্যানরা।
এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও বেশ ভাল বল করলেন রাবাদা। ৪ ওভারে ১টি মেডেন সহ ৩৩ রান দিয়ে ১উইকেট সংগ্রহ করলেন তিনি। সেটা আবার তাঁর দক্ষিণ আফ্রিকা দলের সতীর্থ ফ্যাফ ডুপ্লেসির উইকেট। সেট হয়ে যাওয়া ডুপ্লেসি ৪৭ বলে ৫৮ রান করে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে রাবাদার শিকার হন।
ডুপ্লেসিকে আউট করেই আইপিএলের ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন তিনি। একটি নয়, একইদিনে দুটি রেকর্ড করলেন এই পেসার। সবথেকে কম ম্যাচ খেলে ও সবথেকে কম বল খেলে আইপিএলে ৫০টি উইকেট সংগ্রহ করলেন তিনি। নিজের বোলিং-এর ১৪.৪ ওভারে ডুপ্লেসিকে আউট করে এই কীর্তি গড়লেন এই প্রোটিয়া স্পিডস্টার। ৫০টি উইকেট নিতে তিনি নিলেন মাত্র ২৭টি ম্যাচ। এর আগে সবথেকে কম ম্যাচে ৫০টি উইকেট নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। ৫০টি উইকেট নিতে তাঁর লেগেছিল ৩২টি ম্যাচ। বলের হিসাব করলে ৫০টি উইকেট নিতে তাঁর লাগল ৬১৬টি বল।
💙 Fastest to 5⃣0⃣ @IPL wickets 💙
This is @KagisoRabada25's world and we're only living in it 🌍🙌#DCvCSK #Dream11IPL #YehHaiNayiDilli pic.twitter.com/ZEgkhq3KVF
— Delhi Capitals (Tweeting from 🇦🇪) (@DelhiCapitals) October 17, 2020
এর আগে এই রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ানসের পেস বোলার লাসিথ মালিঙ্গার দখলে। মালিঙ্গার ৭৪৫৯ বল লেগেছিল আইপিএলে ৫০টি উইকেট নিতে। কাগিসো রাবাদার এরকম দুটো রেকর্ডার দিনে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফের দৌড়ে আরো কাছাকাছি চলে যেতে পারে কী না সেটাই এখন দেখার।