Cricket NewsIPL League

ম্যাচ জেতানো মায়াঙ্ক নন, তাহলে কার প্রশংসা করলেন রাহুল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে জিতে প্লে অফে ওঠার আশা জিইয়ে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। মে ম্যাচটা আইপিএলের ইতিহাসে সেরা ম্যাচ। এই প্রথমবার আইপিএলে একটা ম্যাচে দুটো সুপার ওভার হলো।

পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য কেএল রাহুলকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কারও দেওয়া হয়। ম্যাচ শেষ হওয়ার পর কেএল রাহুল বলেন, ‘এটা প্রথমবার নয়, আমার এটার অভ্যেস রয়েছে, কিন্তু আমরা ২ পয়েন্টস পেয়েছি, তাও যথেষ্ট মজাদারভাবে। এটা সবসময় হয় না, এই কারণে আপনি জানেন না যে এই ধরণের পরিস্থিতিতে কীভাবে ভারসাম্য রাখবেন। আমরা নিজেদের হারা ম্যাচেও কিছু অদ্ভুত প্রদর্শন করেছি। আমরা প্রত্যেক ম্যাচে কঠিন লড়াই করে প্রত্যাবর্তনের চেষ্টা করছি আর এই জয় লাভ করছি। ২০ ওভার পর্যন্ত উইকেটকিপিংয়ের পর প্রথম ছয়ে ব্যাটিং ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা জানতাম যে এই উইকেটে ওডের ভালো স্পিনারদের সঙ্গে স্লো হয়ে যাবে, এই কারণে ময়ঙ্ক আর আমি ৫০ রানের ভালো শুরু পেয়েছি’।

এই ম্যাচে মায়াঙ্ক আগারওয়াল ভাল শুরু করতে পারেননি। এরপর ক্রিস গেইল ছোট কিন্তু ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক কেএল রাহুল ক্রিস গেইলের প্রশংসা করে বলেন,’যখন ক্রিস স্পিনারদের বিরুদ্ধে খেলে তো আমার ভরসা রয়েছে ও স্পিনারদের খেলে নিতে পারবে। ক্রিস ম্যাচ জেতাতে আমাদের সাহায্য করছে, ও একজন অভিজ্ঞ খেলোয়াড় আর ও জানে যে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি সুপার ওভারগুলির জন্য প্রস্তুতি নিতে পারেন না। কোনো দলই সুপার ওভারের জন্য তৈরি নয়। আপনাকে নিজের বোলিং ইউনিটের উপর ভরসা করতে হবে আর এটা গুরুত্বপূর্ণ যে আপনি ওদের নিজেদের শক্তির ওপর বিশ্বাস করতে দিন। শামি নিশ্চিত ছিল যে ও ছটা ইয়র্কার করতে চায়। সেটা ও করেছে এবং আমাদের জন্য দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে।’

আরও পড়ুন

Back to top button