আরসিবি না দিল্লি? না দুটো দলই আজ প্লে অফে?
দেখে নিন দু'দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএলের গুরুত্বপূর্ণ একটি ম্যাচে আজ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই এখন ১৪ পয়েন্ট। যে দল জিতবে সেই দল প্লে-অফে চলে যাবে। আর যে দল হারবে সেই দল যদি বড় ব্যবধানে হরে তাহলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে। আরসিবি ও দিল্লির এই ম্যাচটা যদি খুব ক্লোস হয় তাহলে তাহলে দু’দলেরই প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিরাট কোহলির দলের নেট রান রেট -০.১৪৫ এবং শ্রেয়াস আইয়ারের দলের নেট রান রেট -০১.৫৯। চতুর্থ স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের রান রেট -০.২১৪। আজ যেকোনো একটি দল বাজেভাবে হারলে কলকাতার রান রেটের থেকেও কম হয়ে যাবে তাদের রান রেট। তখন প্লে-অফে কোয়ালিফাই করবে নাইট রাইডার্স।
আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে চলেছেন ক্রীড়াপ্রেমীরা। এবারের আইপিএলের প্রথম সাক্ষাৎকারে দিল্লির বিরুদ্ধে ৫৯ রানে হারতে হয় আরসিবিকে। তাই সেই হারের বদলা নেওয়ার ম্যাচ বিরাট কোহলির দলের।
দিল্লিকে হারাতে অনুশীলনে ব্যস্ত দলের প্লেয়াররা। শিবম ডুবে, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি এদের অনুশীলনের ছবি আরসিবি তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
We’ve borne the heat, put in the hard work and toiled tirelessly. ☀️ 🌡
Let’s show it on the field tonight. 👊🏻@ABdeVilliers17#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #DCvRCB #FingersCrossed pic.twitter.com/dH6E8Owa2Z
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 2, 2020
এই ম্যাচে বিরাট কোহলির দলের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীর। ইসুরু উদানার জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে তার।
দিল্লি ক্যাপিটালস ও আরসিবির বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করে ম্যাচ জিততে মরিয়া। দলের তারকা পেসার কাগিসো রাবাদার এবারের আইপিএলের উইকেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দিল্লি।
The only #MondayMotivation we need today ✅
Less than 🔟 hours to go for our Biggest Challenge yet of #IPL2020 🔥#DCvRCB #Dream11IPL #YehHaiNayiDilli pic.twitter.com/WOBXguL269
— Delhi Capitals (Tweeting from 🇦🇪) (@DelhiCapitals) November 2, 2020
এই ম্যাচে বসানো হবে প্রবীণ দুবে কে। তার জায়গায় প্রথম একাদশে সুযোগ করে নেবেন অভিজ্ঞ অক্ষর প্যাটেল।
একনজরে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :
দেবদত্ত পাডিক্কল, জস ফিলিপ, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শিবম দূবে, ক্রিস মরিস, মঈন আলি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি।
দিল্লি ক্যাপিটালস :
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, হার্ষাল প্যাটেল, কাগিসো রাবাদা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, এনরিচ নর্টজে