একনজরে দেখে নিন আরসিবি ও পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ

আজ আইপিএলের ৩১ তম ম্যাচে মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরপর কয়েকটি ম্যাচ জিতে ছন্দে রয়েছে আরসিবি। অন্যদিকে এই শক্তিশালী দলের বিরুদ্ধে আজ জিততে মরিয়া থাকবে পাঞ্জাব। কারণ ৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে সবার শেষে রয়েছে পাঞ্জাব। তাই আজকেও যদি কে এল রাহুলের দল হেরে যায় তাদের শেষ চারের রাস্তাটা আরও কঠিন হয়ে যাবে।
গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং ঝড় সামলানোর কোনো উত্তর ছিল না নাইটদের কাছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তাই বিরাট কোহলির দলে পরিবর্তন হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। এদিকে আজকের ম্যাচে বিশেষ নজর থাকবে গেইলের দিকে। অসুস্থতা কাটিয়ে এই প্রথম আজ পাঞ্জাবের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে। আজকের মোকাবিলা হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে ক্রমশ। কে জিতবে, সেটা তো ম্যাচ শেষে জানা যাবে। তবে শারজার ছোট মাঠে ক্রিস গেইল কেমন ব্যাট করেন সেদিকেই মূল লক্ষ্য রয়েছে ক্রীড়াপ্রেমীদের।
একনজরে দেখে নেওয়া যাক আরসিবি ও পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : দেবদূত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দূবে, ক্রিস মরিস, ইসুরু উদানা, ওয়াশিংটন সুন্দর, নবদীপ পাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
কিংস ইলেভেন পাঞ্জাব : ক্রিস গেইল, কে এল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পোরান (উইকে উইকেটরক্ষক),গ্লেন ম্যাক্সওয়েল/জিমি নিশাম, মনদীপ সিং, ক্রিস জর্ডন, মহম্মদ শামি, মুরুগান অশ্বিন/কৃষ্নাপ্পা গোথাম, রবী বিষ্নোই, আশ্রদীপ সিং।