IPL 2020Cricket

সিএসকের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাট করছে আরসিবি

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। সিএসকের সামনে বড় টার্গেট দেওয়াই লক্ষ আরসিবির। টস হেরে ধোনি জানিয়েছেন তারাও তো জিতলে আগে ব্যাটিং নিতেন।

এই ম্যাচে আরসিবির দলে একটিমাত্র পরিবর্তন হল। ইসুরু উদানাকে বসিয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল মঈন আলীকে। চেন্নাই দলে এদিন দুটো পরিবর্তন করা হল। এই ম্যাচে বসানো হল জস হ্যাজেলউড ও শার্দুল ঠাকুর কে। তাদের জায়াগায় প্রথম একাদশে সুযোগ পেলেন মিলন সান্তনার ও মনু কুমার।

একনজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : অ্যারন ফিঞ্চ, দেবদূত পাডিক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), মঈন আলী, গুরখিরাত সিং ম্যান, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

চেন্নাই সুপার কিংস : ঋতুরাজ গায়কোয়ার, ফ্যাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, এন জগদীশন, এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম করণ, রবীন্দ্র জাদেজা, মিচেল সান্তনার, দীপক চাহার, ইমরান তাহির, মনু কুমার।

 

Related Articles

Back to top button