হায়দরাবাদের বিরুদ্ধেই মাঠে নামছেন হিটম্যান !

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়নের মতো প্রদর্শন করছে এবং আর আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্সের দল দুর্দান্ত প্রদর্শন করছে, কিন্তু গত কিছু ম্যাচে তারা নিজেদের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না। রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের বাইরে রয়েছেন।
তবে তিনি দলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই প্রথম একাদশে দেখা যাবে রোহিত কে।
মুম্বই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়ায় রোহিতের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে।
On a Ro-ll in the nets 👌#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 pic.twitter.com/phqdGhFE4c
— Mumbai Indians (@mipaltan) November 2, 2020
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে “আমরা একটা বাধা পার করে ফেলেছি আর এখন আমাদের আরও ছোট টুর্নামেন্টে (প্লে অফ) খেলতে হবে। তার আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচও রয়েছে।” সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হতে চলা ম্যাচে খেলার সম্ভবনা নিয়ে রোহিত বলেন, “এটা আমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, সৎভাবে বললে আমরা বিরোধী দলের ব্যাপারে বেশি ভাবছি না। আমরা শুধু ভালো খেলে ছন্দ ধরে রাখতে চাই। যখন আমরা প্লে অফে পৌঁছে গিয়েছি তো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। “