Cricket NewsIPL League

চেন্নাইকে নিয়ে ছিনিমিনি খেলল রাজস্থান রয়্যালস

আইপিএল-এর ৩৭তম ম্যাচ যে কারণে স্মরণীয় হয়ে থাকবে তা হল আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। তবে নিজের ২০০ তম ম্যাচকে একদমই স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি। রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরে প্লে অফের রাস্তা প্রায় শেষ সিএসকের।

এদিনের ম্যাচটি  দু’দলের কাছেই ছিল ডু অর ডাই। অবশ্যই ধোনি চেয়েছিলেন তাঁর মাইলস্টোন ম্যাচ জিতে স্মরণীয় রাখতে। কিন্তু এই মরসুমে ক্রমশ পয়েন্ট টেবিলের নীচের দিকে নামতে থাকা চেন্নাই সুপার কিংসের পক্ষে তা আর হয়নি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে গো-হারা হার মানল মাহির দল। মাত্র ১২৬ রানের টার্গেট দেয় স্টিভ স্মিথের দলকে। সেই রান  ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। একা জস বাটলারই করে ৭০ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখায় সিএসকে কে। শুরুর তিন ওভারেই তিনটি উইকেটে হারিয়ে বসে। স্যাম কারন  ২৫ বলে ২২, মাহির ২৮ বলে ২৮ এবং জাদেজার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে কোনো রকমে একশোর গণ্ডি পেরোয় সুপার কিংস। ওয়াটসন, ডু’প্লিসি এদিনও ব্যর্থ হন। ১২৬ তাড়া করতে নেমে তিন উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয়। শুরুর দুই ওভার চেন্নাই দুই উইকেট নিয়ে রাজস্থানের ওপর খানিকটা চাপ তৈরি করলে ১২৬ রান ২০ ওভারের ক্রিকেটে একদমই লড়াই করার মোট স্কোর নয় । বেন স্টোক ১১ বলে ১৯, স্মিথ  ৩৪ বলে ২৬ এবং জস বাটলার ৪৮ বলে ৭০ রানের ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হন বাটলার। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লীগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন

Back to top button