প্র্যাকটিসে মারমুখী রাসেল

একের পর এক বল সহজেই মাঠের বাইরে পাঠাচ্ছেন তিনি। তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ২০১৯ আইপিএল মরশুমে মারমুখী মেজাজে ব্যাট করতে দেখা গেছে রাসেল কে। কিন্তু ২০২০ তে তার ছিঁটেফোটাও নেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১টি ম্যাচে ১৪ বলে ২৪ রান করা ছাড়া আর কোনো ম্যাচেই তাঁর ব্যাট কথা বলেনি।
সেই আন্দ্রে রাসেলের এমনই মারমুখী রূপ দেখা গেল প্র্যাকটিসে। আজ রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে এই অবতারেই দেখতে চাইবে নিঃসন্দেহে। নতুন অধিনায়কের নেতৃত্বে ব্যাট হাতে কি ফর্মে ফিরবেন রাসেল?
"Feels like everything is coming back together!"@Russell12A is in the mood for #MIvKKR tonight! 💥#KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/E2cMnakISs
— KolkataKnightRiders (@KKRiders) October 16, 2020
মুম্বই ম্যাচের আগে টুইটারে রাসেলের ধ্বংসলীলা তুলে ধরল কেকেআর। রাসেল বললেন, ‘বলগুলো ঠিক ব্যাটের মাঝখানে লাগছিল। সেটাই গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে সব আগের মতো হচ্ছে। ভাল লাগছে।’ প্র্যাকটিসে দুর্দান্ত মেজাজে ব্যাট করে রাসেলের চওড়া হাসিই বলে দিচ্ছিল তিনি কতটা নিশ্চিন্ত। রাসেলকে এমনই মেজাজে সবাই দেখতে চাইবে মুম্বইয়ের বিরুদ্ধে। তবে তিনি কী সত্যি সত্যিই মুম্বই ম্যাচে দাপট দেখিয়ে ফর্মে ফিরতে পারবেন সেটা অবশ্য সময়ই বলবে।