IPL 2020

ম্যাচের আগেই শুরু রাসেল ঝড়, ভেঙে চুরমার ক্যামেরার কাঁচ, দেখুন ভিডিও

এই বছরের আই পি এল যাত্রা এখনো শুরু করেনি কলকাতা। বুধবার তাদের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগে নেটে প্রস্তুতি সারছিলেন দীনেশ কার্তিকরা। এরই মাঝে রাসেলের মারা একটি শট গিয়ে লাগে ক্যামেরায় এবং ক্যামেরার কাঁচ গুঁড়িয়ে যায়। ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম কেড়ে নেন রাসেল।

আগের মসরুমে একা হাতে নাইটদের অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। গত মরসুমে প্রায় 250 স্ট্রাইক রেটে 510 রান করেছিলেন তিনি। গড় ও ছিল 55 এর উপর। বল হাতেও নিয়েছিলেন 12 টি উইকেট। অনেক হেরে যাওয়া ম্যাচও জিতিয়েছিলেন নিজের ব্যাটিং দক্ষতায়।এবছর ও দল তার উপর অনেকটাই নির্ভরশীল। এর আগে শেষ যে বার আই পি এল জিতেছিল নাইট শিবির সেবারের প্রথম কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।

তাই এই বারেও ট্রফি জেতার লক্ষে মাঠে নামবে নাইট শিবির। তার আগে তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যানের এহেন ফর্ম তাদেরকে স্বস্তি দেবে। কে কে আরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি আপলোড করে লেখা হয় ‘ শেষ শট টির জন্য অপেক্ষা করুন।’ তাতেই রাসেলকে এই বিধ্বংসী মেজাজে দেখা যায়।

Related Articles

Back to top button