ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ, হলুদ জার্সিতে দেখা যাবে না এই ক্রিকেটারকে

আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। ২০২০ ছাড়া বাকি সব আইপিএল মরশুমে তারা সেমিফাইনালে উঠেছে। আর এই চেন্নাইয়ের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার সুরেশ রায়না। দীর্ঘ বেশ কয়েকবছর ধরে রায়নার সার্ভিস চেন্নাই ভুলতে পারবে না। তবে ২০২০ তে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান সুরেশ রায়না। চেন্নাইয়ের সমর্থকরা হতাশ হয়েছিলেন। তবে তিনি সমর্থকদের বলেছিলেন সামনের মরশুমে সব ঠিক থাকলে তিনি আগামী মরশুমে আবার চেন্নাইয়ের হয়ে খেলবেন। তবে সেটা হয়তো হবে না।
এই বিষয়ে জানা গিয়েছে, দলের অন্যতম সেরা পারফর্মারকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। বাকি দলগুলির মতো তারাও চাইছে কিছু নামী-দামি ক্রিকেটারকে ছেড়ে তরুণদের নিতে।
আইপিএলের ইতিহাস গত মরশুম সবথেকে খারাপ গেছে চেন্নাইয়ের। মহেন্দ্র সিংহ ধোনির পাশাপাশি রায়নাও দলের সঙ্গে এতদিনে একাত্ম হয়ে গিয়েছেন। কিন্তু সেই বন্ধন হয়তো ভাঙতে চলেছে। গত মরশুমে খেললে হয়তো রায়নাকে রাখা হতে পারত। কিন্তু দলকে বিপদে ফেলে দেশে ফিরে আসার সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্ট খুশি নয়।
চেন্নাইয়ে সবথেকে বেশি টাকা পান ধোনি (১৫ কোটি)। তারপরই রায়না (১১ কোটি)। তাঁকে ছেড়ে দিলে ১১ কোটি টাকা ঢুকবে চেন্নাইয়ের পকেটে। এমনিতেই দলে বয়স্ক ক্রিকেটারের সংখ্যা বেশি। দল তাই চাইছে ওই টাকায় তরুণ ক্রিকেটারদের কিনতে চাইছে। চাইছে ২০২০’র ব্যর্থতা কাটিয়ে ২০২১টা নতুনভাবে শুরু করতে।