IPL League

সঞ্জু স্যামসং বর্তমানে ভারতের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান : গম্ভীর

ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের মতে সঞ্জু স্যামসং ই হলেন বর্তমানে ভারতের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান। গতকাল রাত্রে টুইট করে একথা জানান গম্ভীর। প্রসঙ্গত উল্লেখ্য কাল রাতে চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে 32 বলে 74 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন সঞ্জু। যার মধ্যে ছিল 1টি চার ও ন’টি ছয়। তার এই ইনিংসের উপর ভর করেই 16 রানে জয়ী হয় রাজস্থান।

ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। মহেন্দ্র সিং ধোনি 2019 বিশ্বকাপের পর আর খেলেননি। এই সময়কালে ধোনির পরিবর্ত হিসাবে রিষাভ পান্থ কে অনেক সুযোগ দিলেও তা কাজে লাগাতে পারেননি পান্থ।ব্যাট হাতে তিনি ব্যার্থ হন। পরে দল কে এল রাহুলকে সুযোগ দেয়। তিনি অবশ্য ভালো ফল করেন। তবে তাঁর জায়গায় এখনও নিশ্চিত নয়।

ফলে ভালো করে দলে আসার সুযোগ রয়েছে স্যামসং এর সামনে। গম্ভীর এর আগেও অনেকবার সঞ্জু কে ভারতীয় দলে নেবার পক্ষে সওয়াল করেছিলেন। এদিন তার এই ইনিংসের পর আবার টুইট করে নিজের দাবি জোরালো করেন ভারতের প্রাক্তন এই ওপেনার।

আরও পড়ুন

Back to top button