IPL 2020Cricket

আরসিবির হয়ে অভিষেক হল বাংলার শাহবাজের

আইপিএলের মঞ্চে অভিষেক হল বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শনিবার প্রথমবার নামছেন তিনি। আরসিবি অধিনায়ক বিরাট কোহালির মতে তিনি আকর্ষণীয় প্রতিভা। বাংলার রঞ্জি ফাইনালে ওঠার নেপথ্যে বলে-ব্যাটে বড় অবদান ছিল তাঁর। শাহবাজের প্রথম একাদশে সুযোগ পাওয়ার খবর আরসিবি তাদের টুইটারেও পোস্ট করে। সোখানে ক্যাপশনে লেখা হয়,’ভাল পারফরম্যান্স করার সময় এসেছে। সেটাকে কাজে লাগাও।’

এদিন টস জিতে ব্যাটিং নিল রাজস্থান রয়্যালস। অন্যান্য দিনের মতো বেন স্টোকস ও জস বাটলার ওপেন করলেন না এদিন। স্টোকসের সঙ্গে ওপেন করলেন রবীন উথাপ্পা। উৎথাপ্পা ওপেন করতে নেমে বড় রান করতে ব্যর্থ হলেও ২২ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ৭টি বাউন্ডারি ও ১টি ওভাবাউন্ডারির সাহায্যে সাজানো ছিল উথাপ্পার ইনিংস। বেন স্টোকস এদিনও বড় রান করতে ব্যর্থ হলেন। ১৯ বলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন তিনি। উথাপ্পা আউট হওয়ার পরের বলেই আউট হল সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন শুরুটা ভাল করে একটা ৬ মারলেও ৬ বলে ৯ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।
এই ম্যাচে খেলছেন না মহম্মদ সিরাজ ও শিবম দুবে। পরিবর্তে এসেছেন গুরকিরাত সিংহ ও শাহবাজ। বাংলার সব দর্শকদের নজর থাকবে আজ শাহবাজ কেমন পারফরম্যান্স করতে পারে সেদিকেই। এবারের রঞ্জি ট্রফিতে অলরাউন্ড পারফর্ম করা শাহবাজ আজকের ম্যাচে কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।’

Related Articles

Back to top button