অভিষেক ম্যাচে বল করলেন এবং অসাধারণ একটি ক্যাচ ধরলেন শাহবাজ

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস ম্যাচে অভিষেক হল বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের। এবারের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স করে বাংলাকে রানার্স আপ করার অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। সেই শাহবাজ তাঁর আইপিএল অভিষেকের দিনে প্রথম ইনিংসে বল হাতে ২ ওভারে ১৮ রান দিলেন।
শাহবাজ বল করতে এসে ৮ নম্বর ও ১০ নম্বর ওভারে বল করার সুযোগ পান। ৮ নম্বর ওভারে ৭ রান ও ১০ নম্বর ওভারে ১১ রান দেন। এর পাশাপাশি বাইন্ডারির সামনে স্টিভ স্মিথের অসাধারণ একটি ক্যাচ নেন তিনি। যে ক্যাচটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যা বাংলার দর্শকদের কাছে একটি মনে রাখার মত ঘটনা। তবে বল করলেও ব্যাট করার আর সুযোগ আসেনি শাহবাজের।
Outstanding Catch by Shahbaz Ahmed.!! pic.twitter.com/a6a07pZT75
— CricketMAN2 (@man4_cricket) October 17, 2020
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৭-৬ করে রাজস্থান রয়্যালস। অধিনায়ক স্টিভ স্মিথ সর্বোচ্চ ৩৬ বলে ৫৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভারবাউন্ডারির সাহায্যে। রবীন উথাপ্পা করেন ৪১ রান। উথাপ্পার ইনিংস টি সাজানো ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভারবাউন্ডারির সাহায্যে। ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রাহুল তেওটিয়া। আরসিবির বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন ক্রিস মরিস। ৪ ওভারে ২৬ রান দিয়ে রাজস্থানের ৪ জন ব্যাটসম্যানকে আউট করেন তিনি। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন।