জোড়া উইকেট নিয়ে নজর কাড়ল বাংলার শাহবাজ

বাংলা থেকে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন শাহবাজ আহমেদ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর আইপিএল অভিষেক হয়। সেই ম্যাচে ২ ওভার বল করে ১৮ রান দিলেও বাউন্ডারি লাইনে স্টিভ স্মিথের দুরন্ত একটি ক্যাচ নিয়ে সবাইকে চমকে দেন। এরপর আর প্রথম একাদশে সুযোগ হয়নি। তবে আরসিবি পরপর দুটি ম্যাচে হারের ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্লে-অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান শাহবাজ।
আজ দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে মাত্র ১টি বলই খেলার সুযোগ পান তিনি। ১ বলে ১ রান করেন তিনি। তবে ব্যাটিংয়ের সুযোগ সেরকম না পেলেও পুরো ৪ ওভারই বল করার সুযোগ পেলেন তিনি। বাংলার এই স্পিনার আজ দারুণ বল করে সকলের মন জয় করে নিলেন।
৪ ওভার বল করে শাহবাজ দেন ২৬ রান। উইকেট সংগ্রহ করেন ২টি। শাহবাজের প্রথম শিকার ফর্মে থাকা শিখর ধাওয়ান। ৪১ বলে ৫৪ রান করে শাহবাজের বলে আউট হন তিনি। এরপর তার দ্বিতীয় উইকেটটি হল দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। ৯ বলে ৭ রান করে আউট হন তিনি।
Just the breakthrough that #RCB needed. Shahbaz strikes and Shikhar departs for a well made 54.
Live – https://t.co/k9MT7oc7yJ #Dream11IPL pic.twitter.com/DHnOpfhxsp
— IndianPremierLeague (@IPL) November 2, 2020
তাড়াতাড়ি ম্যাচ জেতার জন্য বড় শট নিতে যান শ্রেয়াস। কিন্তু ঠিকমতো ব্যাটে বল কানেক্ট না হওয়ায় বাউন্ডারি লাইনে মহম্মদ সিরাজের হাতে তালুবন্দি হন আইয়ার ।
আইসিবি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরেও কলকাতা নাইট রাইডার্সের থেকে রানরেট বেশি থাকার জন্য প্লে-অফে উঠে গেল। প্লে-অফে বাংলার শাহবাজ আহমেদ প্রথম একাদশে সুযোগ পায় কী না সেটাই এখন দেখার।