সবধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়াটসন

গতকাল তাদের আইপিএলের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে এবারের আইপিএল অভিযান শেষ করেছে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাইয়ের এই জয়ের পরের দিনই অবসর ঘোষণা করলেন শেন ওয়াটসন। অফিশিয়াল ঘোষণা না করলেও তিনি সিএসকের সতীর্থদের বলেছেন তিনি অবসর নিচ্ছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এবার আইপিএলকে বিদায় জানালেন তিনি।
২০১৮ আইপিএলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়াটসনের। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করে সিএসকে কে তৃতীয় আইপিএল ট্রফি জেতান। গতবছর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ফাইনালে হেরে চেন্নাইকে রানার্স আপ হতে হলেও ফাইনালে ৫৯ বলে ৮০ রানের একটি দামী ইনিংস খেলেন তিনি। ওয়াটসন ২০০৮ ও ২০১৩ আইপিএলের টুর্নামেন্ট সেরা হন।
২০০৮ সালে তাঁর আইপিএলে অভিষেক হয়। ১৩ বছরের আইপিএলের কেরিয়ারে ১৪৫টি আইপিএল ম্যাচ খেলে ওয়াটসনের সংগ্রহ ৩৮৭৪ রান। রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয়। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। ২০১৮ সালে তাঁকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। তার এই আইপিএল কেরিয়ারের মধ্যে রয়েছে ৪টি শতরান ও ২১টি অর্ধশতরান। ১৪৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৯২টি উইকেট।
ওয়াটসনের অবসর ঘোষণার খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর এই দীর্ঘ আইপিএল কেরিয়ারের জন্য ক্রিকেট ফ্যানরা শুভেচ্ছা জানিয়েছেন।
Shane Watson
(IPL)Trophy – ✅ (2)
Player Of The Tournament – ✅ (twice)
Man Of The match in Final – ✅
Centuries – ✅ (4)
💯 in Final – ✅
Hat-trick – ✅
Hat-trick sixes – ✅
4wkts in inning – ✅
500+ Runs in a season – ✅(twice)
20+ wkts in a season – ✅END of an Era! LEGEND pic.twitter.com/1ScQFO2mJt
— – (@Marvellous_Cept) November 1, 2020
This will be remembered forever – the legacy of Shane Watson in IPL. pic.twitter.com/Ao7lj6FR3a
— Johns. (@CricCrazyJohns) November 2, 2020