Connect with us

Cricket News

IPL 2022: খেলার মাঠে ঋষভ পন্থের আচারণ অশোভনীয়, স্পষ্ট জানালেন শেন ওয়াটসন

Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ঋষভ পন্থের আচরণ ক্যামেরার চোখে ধরা পড়তেই সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তাদের মতে, খেলার মধ্যে অন ফিল্ড আম্পায়ারের ছোটখাটো ভুল হতেই পারে। কতবার শচীন টেন্ডুলকার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন। তবে মাঠের মধ্যে কখনোই মেজাজ হারাননি শচীন। তবে ঋষভ পন্থের এমন আচরণের কারণ কি? রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে পরাজয় এখন অতীত। সংবাদ শিরোনামে শীর্ষস্থান দখল করে রেখেছে গতকাল ম্যাচের একটি নো-বল এবং দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের অনাকাঙ্ক্ষিত অসাধারণ।

গতকাল রাজস্থানের কাছে ১৫ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালস ২২২ রান সংগ্রহ করে। যেটি চলতি আইপিএলে এখনো পর্যন্ত দলগত সর্বোচ্চ রান। জস বাটলারের দুরন্ত শতকের উপর ভর করে ২ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করতে সক্ষম হয় রাজস্থান। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করলেও বেশিক্ষণ খেলায় নিজেদের অধিকার স্থাপন করে রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস। শেষমেষ নির্ধারিত ওভার ব্যাটিং ৮ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস ২০৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

ম্যাচ চলাকালীন সময়ে একটি নো-বল নিয়ে তর্কবিতর্কের মধ্যে দেখা যায় ঋষভ পন্থ ব্যাটসম্যানদের খেলা ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। সেই সময় দিল্লির সহকারি কোচ শেন ওয়াটসন ঋষভ পন্থকে কিছু একটা বলেন। সেই ছবি রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে হাজারো মিম তৈরি করেছেন ক্রিকেটপ্রেমীরা। এক নেটিজেন সেই ছবি পোস্ট করে লেখেন, ‘(পন্তকে ওয়াটসন বলছেন যে) ধোনি হতে যাস তো মাঠে চলে যা।’ অপর এক নেটিজেন বলেন, ‘ঋষভ পন্ত দলকে ফিরিযে নিচ্ছেন দেখে শেন ওয়াটসন বলছেন বাচ্চা নাকি?’ অপর একজনের বক্তব্য, ‘ওয়াটসন বলছেন যে এবার আম্পায়ারিংও করে নে।’

এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষভ পন্থদের সহকারী কোচ শেন ওয়াটসন বলেন, খেলা কখনোই ভুলত্রুটির ওপরে নয়। তবে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত ছিল ঋষভ পন্থের। তিনি যেটা করেছেন সেটা সত্যিই দৃষ্টিকটু দেখায়। একজন বিশ্বমানের ক্রিকেটারের নিকট এমন আচরণ নিঃসন্দেহে আশা করা যায় না।

Advertisement

#Trending

More in Cricket News