
আইপিএলের মেগা আসরে পরপর চারটি ম্যাচে পরাজিত হয়ে আজ নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক রবীন্দ্র জাদেজা “গোল্ডেন ডাক” পেলেও শিভাম দুবে এবং রবিন উথাপ্পার বিধ্বংসী ইনিংসের ভর করে ব্যাঙ্গালোরের সামনে ২১৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা স্থির করেছে চেন্নাই সুপার কিংস। শিভাম দুবে এবং রবিন উথাপ্পার বিধ্বংসী ইনিংসে ছিল ১৭টি ছক্কা।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আবারো ব্যর্থতার পরিচয় দেন চেন্নাই সুপার কিংসের ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। তবে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে বিধ্বংসী ইনিংস খেলতে শুরু করেন রবিন উথাপ্পা। মাত্র ৫০ বল মোকাবেলা করে ৪টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে শিভাম দুবে মাত্র ৪৬ বলে ৫টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে অপরাজিত ৯৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। বিরতি শেষে ২১৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে ব্যাটিং করবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
