দেখুন আরসিবির বিরুদ্ধে দিল্লির জয়ের কৃতিত্ব কাদের দিলেন শ্রেয়স

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে লিগের শেষ ম্যাচে জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে কোয়ালিফাই করল দিল্লি ক্যাপিটালস। দলের এই জয়ে ব্যাটসম্যান ও বোলার সবাই সেরা পারফর্ম করেছে। বিগত ম্যাচগুলোতে যে ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতা কাটিয়ে গুরুত্বপূর্ণ জয় পায়।
That's that from Match 55.@DelhiCapitals win by 6 wickets and book the No.2 spot in #Dream11IPL 2020 Points Table. pic.twitter.com/QGkcH0TNtF
— IndianPremierLeague (@IPL) November 2, 2020
তবে এই জয়ের সিংহভাগ কৃতিত্ব দিল্লির বোলারদেরই দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের কাছে এই ম্যাচ যে একপ্রকার কোয়ার্টার ফাইনালই ছিল, একথাও স্বীকার করেছেন তিনি।
ম্যাচের পর শ্রেয়স বললেন, “আমরা সকলেই জানতাম যে এটা আমাদের কাছে একপ্রকার মরণ-বাঁচন লড়াই। প্লে-অফে দ্বিতীয় স্থান অর্জন করার সুযোগ আমাদের সামনে ছিল। দলের প্রত্যেকেই প্রচন্ডভাবে উজ্জ্বিবিত ছিল। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে অন্য দলগুলো যেভাবে জয়লাভ করছিল, তাতে পয়েন্ট টেবিলের ছবিটাই একেবারে বদলে গিয়েছিল। এটা সত্যিই প্রশংসার যোগ্য। এখনও পর্যন্ত টুর্নামেন্টটা যেভাবে এগিয়েছে, তা দেখে আমি যারপরনাই খুশি।”
সেইসঙ্গে দিল্লির অধিনায়কের সংযোজন, “আজ দলের বোলাররা একেবারে পরিকল্পনামাফিক বল করেছে। ওরা আগে থেকেই জানত, আজ ওদের কোন দায়িত্ব পালন করতে হবে। (অ্যানরিচ) নর্ৎজ়ে আজ দারুণ বল করেছে এবং সেটা দলের কাজে এসেছে। আজ বোলাররা যেভাবে বল করল, তাকে আমরা কুর্ণিশ জানাই। এই টুর্নামেন্টে আমরা অন্যতম সেরা দল। আমরা আমাদের মূল ভিতের উপরেই দাঁড়িয়ে থাকতে চাই। তাহলেই আমরা আমাদের পরিকল্পনাকে কাজে লাগাতে পারব।”