সোশ্যাল মিডিয়া জুড়ে স্টোইনিস বন্দনা

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দলের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম উইকেটের জুটিতে ৮৬ রান যোগ করে। নিজে ২৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘন্টা আগে স্টোইনিস বলেছিলেন এই ম্যাচে ভয়ডরহীন ক্রিকেট খেলবে দিল্লি। জানিয়েছিলেন “হায়দরাবাদ ভয়ংকর দল। তবে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরাই জিতব।” নিজের ব্যাটিং সম্পর্কে স্টোইনিস বলেন, “রান করতে সব সময় ভালো লাগে তার চেয়ে ভালো লাগে দল জিতলে। দলের জন্য সবটুকু উজাড় করে দেব।” আর দিল্লির এই সাফল্যের পিছনে যে ভয়ডরহীন ক্রিকেট রয়েছে সেটা অনেকেই মানছেন।
স্টোইনিসের এই নজরকাড়া পারফরম্যান্সের জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। একজন তো সোশ্যাল মিডিয়াতে লিখলেন মার্কাস স্টোইনিস না গ্যারি সোবার্স।
Marcus Stoinis or Gary Sobers😲
— Abhinandan Nahata V4.0 (@cricketgyani_an) November 8, 2020
তবে কেউ কেউ আবার তার এত ভাল পারফরম্যান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টকে নিয়ে মজা করেছেন আরসিবির হয়ে খেলার সময় তার প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার না করতে পারার জন্য।