আশা করছি আজ কলকাতাই শেষ হাসি হাসবে : সুবীর বন্দ্যোপাধ্যায়

আর কিছুক্ষণ পরেই আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচ নিয়ে এবং আইপিএল সম্পর্কিত আরো কিছু বিষয় নিয়ে ‘ক্রিকহান্ট’-এর সাংবাদিক সায়ন্তন সেনের সঙ্গে ফোনে সাক্ষাৎকার দিলেন সিএবির সিনিয়র আম্পায়ার সুবীর বন্দ্যোপাধ্যায়। কেকেআর ম্যাচ নিয়ে কলকাতার একটি ইউটিউব চ্যানেলের লাইভের জন্য ব্যস্ততার মাঝেও কিছুক্ষণ সময় বের করলেন তিনি।
আরসিবির বিরুদ্ধে জঘন্যভাবে হারের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
সুবীর বন্দ্যোপাধ্যায় : আজকের ম্যাচটা কলকাতা এবং পাঞ্জাব দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পাঞ্জাব প্রথমেরে দিকে একদমই খেলতে পারছিল না। তারপর একটা ম্যাচে গেইল কে খেলাল। সেখান থেকেই পরপর তিনটে ম্যাচ জিতছে তারা। শেষ ম্যাচে সারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অত কম রান করার পরেও কেউ ভাবতে পারেনি যে কেকেআর জিতবে। আর কেকেআরের কথা বললে আরসিবির বিরুদ্ধে ওইভাবে হারের পর ঘুরে দাঁড়িয়েছে তারা। তাই একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছি। তবে আশা করছি আজ কলকাতাই শেষ হাসি হাসবে।
দিল্লি ম্যাচে কলকাতার ব্যাটসম্যানরা ভাল ব্যাট করলেও টপ অর্ডারের ব্যর্থতা কলকাতাকে কিছুটা চাপে রেখেছে। শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠী রানে নেই। আজকের ম্যাচে ওপেনিংয়ে কী কোনো চেঞ্জ হতে পারে?
সুবীর বন্দ্যোপাধ্যায় : দেখো, মোটামুটি যা অবস্থা আছে উইনিং কম্বিনেশন কখনো চেঞ্জ হয় না বা চেঞ্জ করা উচিত নয়। এই ম্যাচে একটাই চেঞ্জ হতে পারে রাসেল যদি ফিট থাকে তাকে খেলানো হতে পারে। আজ শারজায় খেলা তো। যদি একটা জোরে বোলার কমিয়ে দিয়ে রাসেল কে দিয়ে ফাটকা খেলানো যায়।
দীনেশ কার্তিক তো ফর্মে নেই। তবে দুটো ম্যাচে ভাল ব্যাট করেছিলেন। কার্তিকের কোন পজিশনে ব্যাট করা উচিত?
সুবীর বন্দ্যোপাধ্যায় : আমার মনে হয় কার্তিক যে জায়গায় নামছে ওখানে মর্গ্যানকে নামানো উচিত। মর্গ্যান আরেকটু বেশি খেলুক মাঠে। মর্গ্যান যে জায়গায় খেলতে নামছে বেশি বল খেলার সুযোগ পাচ্ছে না। কার্তিক বরং শেষের দিকে নামুক।
কেকেআরের বোলিং কেমন লাগছে?
সুবীর বন্দ্যোপাধ্যায় : কেকেআরের বোলিংটা অনেকটাই ছন্দে এসেছে। স্লগ ওভারে ফার্গুসন অসাধারণ বল করছে। কামিন্স গত ম্যাচে ফর্মে এসেছে কিছুটা। নারিন ত্রুটি সামলে মোটামুটি ভালোই বল করছে। শিভম মভি বা কমলেশ নাগারকোটির মধ্যে কেউ ভাল বল করে দিচ্ছে। শেষ ম্যাচে বরুণ চক্রবর্তী তার খেল দেখিয়েছে।
আপনি একজন সিনিয়র আম্পায়ার। আইপিএলের আম্পয়ারিং আপনার কেমন লাগছে?
সুবীর বন্দ্যোপাধ্যায় : এত বড় একটা টুর্নামেন্ট। ৫০ দিনের টুর্নামেন্ট। প্রথমের দিকে আম্পায়ারিং-এ একটু গলদ থাকলেও এখন অনেকটাই ভাল হচ্ছে।
শেষ চারে মুম্বই, দিল্লি, আরসিবি এই তিনটে টিম কনফার্ম। চতুর্থ টিম হিসাবে কী আপনি কলকাতাকেই দেখছেন? না অন্য কোনো টিম?
সুবীর বন্দ্যোপাধ্যায় : চার নম্বর টিম নিয়ে লড়াই হচ্ছে কলকাতা, পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যে। এদের মধ্যে কলকাতার একটু হলেও এগিয়ে আছে। আজকের ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করবে কেকেআর চতুর্থ দোল হিসাবে শেষ চারে যাচ্ছে কী না।
এবারের চ্যাম্পিয়ন হিসাবে আপনি কাকে দেখতে চান?
সুবীর বন্দ্যোপাধ্যায় : সেইদিক থেকে দেখতে গেলে মুম্বইকে আমি ধরছি। মুম্বই টিমটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সেরা।
মোটামুটি সম্ভাব্য বিজয়ী হিসাবে আমি মুম্বইকে ধরছি।